মামুনুলের মুক্তির দাবিতে বিদেশে বিক্ষোভের ভিডিও নয় এটি
সামাজিক মাধ্যমে মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে প্রবাসেও মিছিল হচ্ছে দাবি করা ভিডিওটি ২০১৩ সালের।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশে মাওলানা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে বিদেশেও মিছিল হচ্ছে। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
১৯ এপ্রিল, ২০২১ 'ইসলামী জীবন' নামের পেইজ থেকে একটি ২ মিনিটের ভিডিও পোস্ট করা হয়।
আরেকটি স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে উক্ত ভিডিওটির সাথে মাওলানা মামুনুল হকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই।
এছাড়া ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। ভিডিওটি ইউটিউবে প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালের ১৮ মার্চে। MinarMedia নামক ইউটিউব চ্যানেলে ভিডিওটি '18 Party Alliance Protest Rally in London - হাসিনার রক্ষা নাই' শিরোনামে পোস্ট করা হয়।
মূলত বিএনপি নেতৃত্বাধীন যুক্তরাজ্যের তৎকালীন ১৮ দলীয় জোটের করা র্যালির ভিডিও এটি। সেই ভিডিওটিরই প্রথম অংশটুকু কেটে নতুন করে মাওলানা মামুনুল হকের গ্রেফতারের সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে।
অর্থাৎ প্রবাসে মামুনুল হকের সমর্থনে র্যালি করার দাবিসম্বলিত ভিডিওটি ২০১৩ সালের এবং ভিন্ন প্রেক্ষাপটের। সেটিকে নতুন করে ভিন্ন ক্যাপশনে প্রচার করা বিভ্রান্তিকর।