ছাত্র শিবিরের পুরনো মিছিলের ভিডিও বিভ্রান্তিকর শিরোনামে প্রচার
এক বছর আগে র্যালির ভিডিও নতুন করে করে বিভ্রান্তিকর ক্যাপশনযোগে লাইভ প্রচার করা হয়েছে ফেসবুক পেইজে
ফেসবুকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাজপথে মিছিল করছে ছাত্রশিবির। দেখুন ভিডিও এই লিংকে।
গতকাল (৮ জানুয়ারি, ২০২০) 𝚂𝚊𝚛𝚔𝚊𝚛 𝙰𝚕𝚋𝚎𝚎シ নামের পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'হঠাৎ লক্ষ লক্ষ শিবির ঢাকার রাজপথ দখল করে নিলো'। ভিডিওটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্যানারে একাধিক এলাকায় মিছিল করতে দেখা যায়। পোস্টের দাবিমতে, সম্প্রতি দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ ভিডিওটি যাচাই করতে যেয়ে দেখে, ভিডিওটি পুরানো। Bangla News নামের একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিও আপলোড হতে দেখা গেছে যার শিরোনাম ছিল,"হঠাৎ লক্ষ লক্ষ শিবির ঢাকার রাজপথ দখলে নিলো ! বিজয় দিবসে বিশাল র্যালী । Shibir || Bangla News।" ২০২০ সালের ১৬ ডিসেম্বর আপলোড করা সেই ভিডিওটিতে ছাত্রশিবিরকে বিভিন্ন স্থানে র্যালি করতে দেখা যায়। মূলত গত ২০২০ সালের বিজয় দিবসে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ব্যানারে র্যালি বের করে ছাত্রশিবির। দেখুন সেই ভিডিও এখানে--
সেই পূরানো ভিডিওকে উক্ত পেইজে নতুন দাবিসহ লাইভ প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।