ফ্রান্স বিরোধী বিক্ষোভের পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবি করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০২০ সালে মহানবী (সা.) কে বিদ্রুপ করে কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্স বিরোধী বিক্ষোভের ভিডিও।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপি'র রাজনীতিবিদ ও দলটির মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চরমোনাই পীর মাওলানা সৈয়দ ফয়জুল করিমের বিক্ষোভ মিছিলের ফুটেজ এটি। মাওলানা সৈয়দ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশের একটি ইসলামী দলের নায়েবে আমীর। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ জুন 'Tuhin Islam' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "ভারতে নবীকে নিয়ে কটু*ক্তি করা নিয়ে বাংলাদেশ থেকে কঠিন গ*র্জন দিলেন মুফতী সৈয়দ ফয়জুল করিম শায়খে চরমোনাই'র গর্জন।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০২০ সালে মহানবী (সা.) কে বিদ্রুপ করে কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিলের ভিডিও এটি।
ফেসবুকে প্রচারিত ভিডিওটি সুক্ষভাবে দেখলে, ভিডিওর মাঝামাঝি Mission TV নামে একটি ইউটিউব চ্যানেলের লোগো দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
সার্চ করার পর, AM Mission TV নামে ইউটিব চ্যানেলটি খুঁজে পাওয়া যায়। চ্যানেলটিতে একাধিক কিওয়ার্ড ধরে সার্চ করার পর, "পুলিশের বাধা ভেঙ্গে ফ্রান্সের দূতাবাস ঘেরাও | রাসূলকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ |" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যা ২০২০ সালের ৩ নভেম্বর পোস্ট করা হয়েছে। ভিডিওর ১০ সেকেন্ড থেকে ২ মিনিট ১ সেকেন্ড পর্যন্ত অংশে ফেসবুকে সম্প্রতি পোস্ট করা আলোচ্য ভিডিওটি দেখা যায়। ভিডিওটি দেখুন--
ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে।
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক কোনো বিক্ষোভের নয় বরং এটি দেড় বছর আগে মহানবী (সা.) কে বিদ্রুপ করে কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিলের ভিডিও।
প্রসঙ্গত, গত ১০ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। তবে নিশ্চিতভাবেই আলোচ্য ভিডিওটি উক্ত ঘটনার নয়।
সুতরাং দেড় বছর আগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।