করোনা সচেতনতার ভিডিও এডিট করে টিভি বয়কটের আহবান
করোনার বিষয়ে পুলিশের সচেতনতামূলক ভিডিওকে এডিট করে ভিন্ন ভয়েস যুক্ত করা হয়েছে।
ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশ হ্যান্ডমাইকে সকলকে একাত্তর টিভি বয়কট করার আহবান জানাচ্ছেন। দেখুন এখানে এখানে এখানে এবং এখানে।
এরকম একটি ভিডিও ১৫ অক্টোবর পোস্ট করা হয় 'স্বপ্ন বহু দূর' নামক একটি প্রোফাইল থেকে।
আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
উক্ত ভিডিওটিতে দেখা যাচ্ছে বেশ কিছু পুলিশ একটি এলাকায় অবস্থানকালে তন্মাধ্যে একজন হ্যাণ্ডমাইকে একাত্তর টিভিকে বয়কট করার আহবান জানাচ্ছেন। ২ মিনিট ৪৬ সেকেন্ডের এই ভিডিওতে একাত্তর টিভিকে নানাভাবে বয়কট করতে শোনা যাচ্ছে উক্ত পুলিশ কর্মকর্তাকে।
কিন্তু বুমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক একাত্তর টিভি বয়কটের ইস্যু চলাকালীন কোন ভিডিও নয়। বরং ভিডিওটি তারও আগের এবং ইউটিউবে উল্লেখিত তথ্য অনুযায়ী সেটি মার্চ মাসের ২৭ তারিখে Bangla সংবাদ৫২ নামক চ্যানেলে আপলোড করা হয়। মূলত "শিবপুর মডেল থানার উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাস, সচেতননতায় মাইকিং" শিরোনামে এই ভিডিওটিতে করোনা মহামারীতে জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হ্যান্ডমাইকে নানা পরামর্শ দিতে শোনা যায় পুলিশের একজন কর্মকর্তাকে। মূলত এই ভিডিওটির সাথে নতুন ভয়েস যুক্ত করে উক্ত ভুয়া ভিডিওটি বানানো হয়।
তাই উক্ত ভিডিওকে একাত্তর টিভি বয়কট করার আহবানের ভিডিও বলে দাবি করা ভিত্তিহীন ও বানোয়াট।