ফেক নিউজ
ভিডিওটি ভারতের ঝাড়খণ্ডের, বাংলাদেশের নয়
যৌনপল্লীতে ঝাড়খণ্ডের এক পুলিশ কর্মকর্তার নাচের ভিডিওকে বাংলাদেশের এক ওসির বলে ছড়ানো হচ্ছে।
সামাজিক মাধ্যমে "নারায়ণগঞ্জের এক যুবলীগ নেত্রীর সঙ্গে মদপান ও অশ্লীল নাচে মত্ত থানার ওসি নন্দকিশোর!" শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দু'জন নারী ও পুরুষকে নৃত্যরত অবস্থায় দেখা যায়। দাবী করা হচ্ছে এই নারী নারায়ণগঞ্জ এর যুবলীগ নেত্রী। তবে ব্যক্তির নাম ওসি নন্দকিশোর দাবী করা হলেও কোন থানার ওসি তা বলা হয়নি৷
ভিডিওটি সামাজিক মাধ্যমের বিভিন্ন পেজ ও আইডি থেকে ব্যাপকভাবে শেয়ার হয়েছে৷
যেমন Dr. Sunsila Jebrin Priyanka নামে একটি আইডি থেকে ভিডিওটি একই দাবী করে পোস্ট করা হলে ৯ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে৷
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে ভিডিও ক্লিপটি বাংলাদেশের নারায়ণগঞ্জের নয়৷
রিভার্স সার্চ করে দেখা যায় এটি মূলত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের মহুদা থানার ওসি নন্দকিশোর সিংয়ের নাচের ভিডিও। ২০১৯ সালের জুলাই মাসে ভারতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করে।
ওসি নন্দকিশোর সিং ঘটনার সত্যতা স্বীকারও করেন। তবে তাঁর দাবি, ভিডিওটি আরো একবছর আগের অর্থাত ১৬ আগস্ট ২০১৮ সালের।
Claim : নারায়নগঞ্জের এক যুবলীগ নেত্রীর সঙ্গে মদপান ও অশ্লীল নাচে মত্ত থানার ওসি নন্দকিশোর
Claimed By : Facebook posts
Fact Check : False
Next Story