পুরোনো ভিডিও দিয়ে দিল্লিতে শেখ হাসিনার সাথে জাতিসংঘের বৈঠক বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থকদের শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ধারণ করা একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, গত ৫ মার্চ জাতিসংঘের একটি দল দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করেছেন এবং তাকে বাংলাদেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন। এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ মার্চ 'Jiku Dey' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "৫/০৩/২০২৫ দিল্লি তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতিসংঘের টিম বৈঠক করেছে এবং খুব তাড়াতাড়ি দেশে ফেরার আশ্বাস দিয়েছেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধ✌️"। উক্ত ভিডিওটিতে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে এবং তার সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। মূলত ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরে গেলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকরা তাকে সংবর্ধনা দেওয়ার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ অক্টোবর "স্যাংশন দিলে আমরাও পাল্টা স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী | Sheikh Hasina | BNP | UK | Somoy TV" শিরোনামে আপলোড করা একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ২২ সেকেন্ড থেকে একটি ভিন্ন দিক থেকে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, লন্ডনে শেখ হাসিনা এক নাগরিক সমাবেশে যোগ দেন। ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে এটিএন বাংলা নিউজের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওর শেষেও একই দৃশ্য দেখতে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সাথে জাতিসংঘের প্রতিনিধিদের দেখা করার কোনো ভিডিও নয়। মূলত, ২০২৩ সালের অক্টোবর মাসে যুক্তরাজ্য সফরকালে এক নাগরিক সংবর্ধনায় যোগদানকালে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়। এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাথে জাতিসংঘের কোনো প্রতিনিধি দেখা করেছেন এমন কোনো খবর গণমাধ্যম সহ নির্ভরযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনার বলে দাবি করে বিভ্রান্তিকর তথ্যসহ প্রচার করা হচ্ছে ফেসবুকে।