নারায়ণগঞ্জের পুরোনো সংঘর্ষের ভিডিও সিলেটের দাবি করে প্রচার
বুম বাংলাদেশ দেখছে, ভিডিওটি প্রায় দুই মাস আগে নারায়ণগঞ্জে পুলিশের সাথে বিএনপি সমর্থকদের সংঘর্ষের।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি সিলেটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনার। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ নভেম্বর 'MS Media' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি লাইভ মুডে প্রচার করে ক্যাপশনে লেখা হয়, "এইমাত্র, সিলেটে চলছে বিএনপি ও আওয়ামিলীগ এর তুমুল সংঘর্ষ।" অর্থাৎ দাবি করা হচ্ছে ভিডিওটি সিলেটের এবং সাম্প্রতিক কোনো সংঘর্ষের ঘটনার। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর 'Yamin Ibne Farhan' নামের একটি ইউটিউব চ্যানেলে আলোচ্য ভিডিওটির শুরুর আড়াই মিনিটের অংশটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি গত ১ সেপ্টেম্বর পোস্ট করা হয়েছে। বিবরণে লেখা হয়েছে, ভিডিওটি নারায়ণগঞ্জে পুলিশের সাথে বিএনপি সমর্থকদের সংঘর্ষের। ভিডিওটি দেখুন--
নিচে ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশট পাশাপাশি দেখুন--
এছাড়া, আলোচ্য ভিডিওর শুরু কয়েক মিনিটের অংশটি ১ সেপ্টেম্বর আরও বেশ কয়েকটি ফেসবুক একাউন্ট থেকে একই দাবিতে অর্থাৎ নারায়ণগঞ্জে পুলিশের সাথে বিএনপি সমর্থকদের সংঘর্ষের দাবি করে পোস্ট করা হয়েছে। নারায়ণগঞ্জে উক্ত স্থানের সংঘর্ষের আরও ভিডিও ইউটিউবেও পোস্ট করতে দেখা গেছে।
গত পহেলা সেপ্টেম্বর বিবিসি বাংলায় "বিএনপি: কয়েক জেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ জন" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছর ১ সেপ্টেম্বর বাংলাদেশের বিরোধী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরে বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ১ জন নিহত হন। খবরটি মূলধারার আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অর্থাৎ ভিডিওটি সিলেটের নয় বরং নারায়গঞ্জের পুরোনো একটি সংঘর্ষের ঘটনার।
প্রসঙ্গত গত ১৯ নভেম্বর সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। তবে ফেসবুক পোস্টে করা দাবি মত সমাবেশের দিন পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ কিংবা মৃত্যুর কোনো খবর সংবাদমাধ্যমগুলোতে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সমর্থকদের সংঘর্ষের দুই মাস পুরোনো একটি ভিডিওকে সিলেটের দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।