ফেক নিউজ
পুরনো জরিপের ফলাফলকে নতুন খবর আকারে নিউজ পোর্টালে প্রকাশ
রিসার্চ ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান গত জানুয়ারীতে সংবাদ সম্মেলন করে জরিপটির ফলাফল জানিয়েছিল।
চলতি অক্টোবর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে বেশ কিছু অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়েছে যে, ''গবেষণা বলছে দেশের ৮৫ শতাংশ মানুষ শেখ হাসিনার সরকারে সন্তুষ্ট''। এই শিরোনামের খবরটি এসব অনলাইন পোর্টাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। পাঠকদের অনেকে খবরটিকে নতুন ঘটনা মনে করে বিভ্রান্ত হচ্ছেন। এরকম প্রতিবেদন দেখুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
এসব প্রতিবেদনের কোনোটিতে উল্লেখ রয়েছে যে, খবরটি চলতি বছরের জানুয়ারি মাসের, আবার কোনোটিতে সেই তথ্যের উল্লেখ নেই।
ফ্যাক্ট চেক:
অনুসন্ধানে দেখা যায়, রিসার্চ ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান এবছরের জানুয়ারীতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একটি জনমত জরিপের ফলাফল উপস্থাপন করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের এক বছরের কার্যক্রমের উপর জনগণের প্রতিক্রিয়া নিয়ে দৈবচয়নের ভিত্তিতে এই জরিপটি পরিচালিত হয়। সেসময় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে জানানো ফলাফলের খবরটি আসে। দেখুন এখানে, এখানে ও এখানে।
দশ মাস আগের একটি খবরকে কপি-পেস্ট করে নতুনভাবে নিউজ পোর্টালে প্রকাশ করা পাঠকদের জন্য বিভ্রান্তিকর।
Claim : গবেষণা বলছে দেশের ৮৫ শতাংশ মানুষ শেখ হাসিনার সরকারে সন্তুষ্ট
Claimed By : Website, Facebook Posts
Fact Check : Misleading
Next Story