নিউজিল্যান্ডে ভুমিকম্পের পুরোনো ছবিকে তুরস্কের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৬ সালে নিউজিল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তায় ঝুঁকি নিয়ে সাংবাদিকের রিপোর্ট করার সময় ছবিটি তোলা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ক্ষতিগ্রস্ত রাস্তার ছবিসহ কয়েকটি ছবি পোস্ট করে বলা হয়, এগুলো সম্প্রতি তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ফলে ক্ষয়ক্ষতির ছবি। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ৭ ফেব্রুয়ারি "Netrakona Helpline" নামে একটি ফেসবুক গ্রুপে কয়েকটি ছবির মধ্যে একটি ক্ষতিগ্রস্ত রাস্তার ছবি পোস্ট করে বলা হয়, ""ভয়ানক ভুমিকম্প। তুরস্কের জন্য সবাই দোয়া করুন!'🤲"। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের প্রথম ছবিটি অর্থাৎ ক্ষতিগ্রস্ত রাস্তার ছবিটি সম্প্রতি তুরস্কে ভুমিকম্পের ঘটনার নয় বরং ২০১৬ সালে নিউজিল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তায় ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে এক টেলিভিশন সাংবাদিক রিপোর্ট করার সময় ছবিটি ধারণ করা। ছবিটি এলামি ও শাটারস্টক সহ বিভিন্ন ফটোস্টকার ওয়েবসাইটে পাওয়া গেছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট শাটারস্টকে আলোচ্য এটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ডেসক্রিপশন থেকে জানা যায়, কাইকোরা, নিউজিল্যান্ড- ২০১৬ সালের ১৫ নভেম্বর ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর নর্থ ক্যান্টারবেরির ক্ষতিগ্রস্ত ওই রাস্তা থেকে ঝুঁকি নিয়ে এক টিভি রিপোর্টার লাইভ করার সময় ছবিটি তোলা হয়। স্ক্রিনশট দেখুন--
আরও সার্চ করে ফটোস্টকার ওয়েবসাইট এলামিতেও আলোচ্য ছবিটি একই বর্ণনায় খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও আলোচ্য ছবিটি ফটোস্টকার ওয়েবসাইট dreamstime এবং depositphotos -এও খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য আলোচ্য পোস্টের প্রথম ছবিটি অর্থাৎ ক্ষতিগ্রস্ত রাস্তার ছবিটি ব্যতিত অন্য ছবিগুলো যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।
প্রসঙ্গত গত সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভুমিকম্পে মৃতের সংখ্যা সবশেষ খবর অনুযায়ী ১৬ হাজার ছাড়িয়ে গেছে।
সুতরাং ২০১৬ সালে নিউজিল্যান্ডের ভূমিকম্পের ঘটনায় সেখানকার ক্ষতিগ্রস্ত একটি রাস্তার ছবিকে সম্প্রতি তুরস্কের ভুমিকম্পে ক্ষয়ক্ষতির ছবির সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।