ফেক নিউজ
এক বছর আগের খবরকে নতুন করে অনলাইন পোর্টালে প্রকাশ
২০১৯ সালে অক্টোবরে টাঙ্গাইলে ঘটনাটি ঘটে বলে সংবাদমাধ্যমের মারফত জানা যায়।
''বিয়ের ১০ দিনের মাথায় নববধুকে তালাক দিয়ে শ্বাশুড়িকে বিয়ে-এলাকায় তোলপাড়'' শিরোনামে একটি খবর বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে চলতি অক্টোবর মাসের ২৩ তারিখ এবং তার আগে পরের কয়েকদিনে। দেখুন এখানে, আর্কাইভ করা আছে এখানে ও এখানে।
ফ্যাক্ট চেক:
অনুসন্ধানে দেখা যায়, ঘটনাটি গত বছরের অক্টোবরে দেশের মূলধারার সংবাদমাধ্যমে আসে। যুগান্তরের ২০১৯ সালের ১৪ অক্টোবরের খবরে বলা হয়- ''মাত্র ১১ দিন আগে ধূমধাম করে বিয়ে হয়েছিল নূরন্নাহার খাতুনের (১৯)। শ্বশুরবাড়িতে এক সপ্তাহ অবস্থানের পর শুক্রবার বাবার বাড়ি ফিরে আসেন নুরন্নাহার।
এর পর দিনই শনিবার বিকালে ঘর ভাঙে তার। বর মোনছের আলী (৩২) শ্বশুরবাড়ি গিয়ে নববধূ নূরন্নাহারকে তালাক দিয়ে শাশুড়ি মাজেদা বেগমকে (৪০) বিয়ে করে চলে যায়।
দুদিন আগের শ্বাশুড়ি মাজেদা এখন মোনছের আলীর স্ত্রী হওয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। এমন ঘটনা ঘটেছে গোপালপুর উপজেলার কড়িয়াটা গ্রামে।''
Claim : বিয়ের ১০ দিনের মাথায় নববধুকে তালাক দিয়ে শ্বাশুড়িকে বিয়ে-এলাকায় তোলপাড়
Claimed By : Website, Facebook Posts
Fact Check : Misleading
Next Story