ছবিগুলো চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন নয়
বুম বাংলাদেশ দেখেছে, এই ছবিগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি'র গত বছর সামরিক এলাকা পরিদর্শনকালের।
সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এগুলো চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ছবি। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২৫ ফেব্রুয়ারি '৩৫/৪৫ই হোক চাকরিতে প্রবেশের বয়স,কভিডলস অল ফর ৩২,স্বদেশী গণতান্ত্রিক আন্দোলন' নামের ফেসবুক গ্রুপে দুটি ছবিসহ একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, সম্প্রতি ইউক্রেনে রাশিয়া হামলা করার পর সে যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শামিল হওয়ার ছবি এগুলো। উল্লেখ্য বিবিসির খবরমতে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দেন। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ছবি দুটো আলাদাভাবে দেখুন--
এবং
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এগুলো ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক ছবি নয়। একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, ছবি দুটো কয়েক মাস আগের। প্রথম ছবিটিতে কাছ থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখা যাচ্ছে। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে এই ছবিটি পাওয়া গেছে। গত ডিসেম্বরের ৫ তারিখে ছবিটি ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে তোলে এএফপির এক ফটোগ্রাফার। পরবর্তীতে ছবিটি প্রকাশিত হয় ইসরায়েলভিত্তিক অনলাইন নিউজপোর্টাল i24news.tv তে। গত ১৪ ডিসেম্বর প্রকাশিত এই খবরটিতে বলা হয়, জার্মানিতে ন্যাটো বাহিনীর অস্ত্র আটকে দেয়ার অভিযোগ করেছিলেন ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
এছাড়া একই ছবি রাশিয়াভিত্তিক গণমাধ্যম আরটি'তেও প্রকাশিত হয় গত ২৫ জানুয়ারি। তবে সেখানেও ছবিটির ক্যাপশনে বলা হয়, ছবিটি গত ডিসেম্বরের ৬ তারিখে তোলা। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
এ সংক্রান্ত রয়টার্সের একটি বিস্তারিত খবর প্রকাশিত হয়েছিল গত ১০ ডিসেম্বর।
পড়ুন এখানে।
একইভাবে ভাইরাল পোস্টে দ্বিতীয় ছবিটিও গত বছর একাধিক খবরমাধ্যমে পাওয়া গেছে। গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গনমাধ্যম 'দ্য কনভারসেশন' পত্রিকার অনলাইন ভার্সনে সেই ছবিটি একটি মতামতের সাথে প্রকাশিত হয়েছিল। ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, ইউক্রেনের দোনবাসে সামরিক ঘাটি পরিদর্শনের ছবি এটি। দেখুন--
পড়ুন খবরটি এখানে।
এছাড়া গত ডিসেম্বরের ১৩ তারিখ মস্কোটাইমসে প্রকাশিত এক মতামতের সাথেও ছবিটি দেখা যায়। সেখানেও বলা হয় গত ডিসেম্বরে ইউক্রেনের একটি সামরিক মহড়া পরিদর্শনের ছবি এটি। দেখুন--
খবরটি দেখুন এখানে।
এছাড়া কানাডার সংবাদমাধ্যম সিবিসি'তেও ছবিটি ক্যাপশনসহ প্রকাশিত হয়েছিল ২০২১ সালের ৯ ডিসেম্বর। দেখুন--
খবরের লিংকটি এখানে।
অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্টের গত বছরের দুটি ছবিকে চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সময়ের বলে দাবি করা বিভ্রান্তিকর।