ইলিয়াসকে যুক্তরাষ্ট্রে আটক সংক্রান্ত পুরোনো ফটোকার্ড এডিট করে প্রচার
২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাংবাদিক ইলিয়াস যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে আটক হওয়ার খবর বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক পত্রিকা ইত্তেফাকের লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিউ ইয়র্ক পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ ফেব্রুয়ারি 'Faruk Ahmed' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে দৈনিক পত্রিকা ইত্তেফাকের লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে বলা হয়, "ইলিয়াস হোসেন গ্রেফতার বিষয় টি সত্য না-কি সত্য হলে কি অপরাধের জন্য গ্রেফতার হয়েছে জানতে মন চায়।কারো জানা তাকলে একটু জানাবেন।" ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "নিউ ইয়র্ক পুলিশের হাতে ইলিয়াস হোসেন গ্রেপ্তার"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি নিউ ইয়র্ক পুলিশের হাতে গ্রেফতার হননি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক পুলিশের হাতে গ্রেফতার হন ইলিয়াস হোসেন। এক বছর আগের পুরোনো সেই সংবাদকেই নতুন করে প্রচার করা হচ্ছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচ্য ফটোকার্ডের মত হুবহু একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ড ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে আলোচ্য ফটোকার্ড (বামে) এবং ইত্তেফাকের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটির (ডানে) মধ্যে পার্থক্য দেখুন--
এছাড়াও, ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি "নিউ ইয়র্ক পুলিশের হাতে ইলিয়াস হোসেন গ্রেপ্তার" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও জানা যায়, ওইসময়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। দৈনিক পত্রিকা ইত্তেফাকের ফেসবুক পেজে প্রচারিত সাংবাদিক ইলিয়াস হোসেনের এক বছর আগে গ্রেফতারের খবরের একটি ফটোকার্ড এডিট করে প্রচার করা হচ্ছে। এছাড়া সম্প্রতি ইলিয়াস হোসেনের গ্রেফতারের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং সাংবাদিক ইলিয়াস হোসেনের এক বছর আগে গ্রেফতারের খবরের পুরোনো ফটোকার্ড এডিট করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।