আরটিভির পুরোনো ফটোকার্ড নতুন করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আরটিভির উক্ত ফটোকার্ডটি গতবছরের অক্টোবর মাসে প্রচারিত হয় এবং নতুন করে এর প্রচার বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে, যাতে বাংলাদেশ থেকে সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ সংক্রান্ত চাকরির বিজ্ঞপ্তির তথ্য দেয়া আছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখনে।
গত ১৫ এপ্রিল 'জাতীয় বিশ্ববিদ্যালয় National University' নামের একটি পাবলিক গ্রুপে 'জান্নাতুল ফেরদৌস নিঝুম' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড যুক্ত করে বলা হয়, "১২৩২ জন লোক নিবে কুয়েত, বাংলাদেশি-দের জন্য সরকারি-ভাবে কুয়েত যাবার সুবর্ণ সুযোগ।" ফটোকার্ডটিতেও একই তথ্য লেখা থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আরটিভির ফটোকার্ডটি পুরোনো। ২০২৩ সালের ২৭ অক্টোবর চ্যানেলটির ভেরিফায়েড ফেসবুক পেজে আলোচ্য ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। একই তারিখে আরটিভির অনলাইন ভার্সনে এ সংক্রান্ত সংবাদ খুঁজে পাওয়া যায়। সংবাদে যুক্ত আবেদন লিংকে গিয়ে দেখা গেছে, কুয়েতে সরকারিভাবে যাওয়ার জন্য আবেদন করার তারিখ বেশ আগেই শেষ হয়ে গেছে। তাই সংবাদটি এখন প্রাসঙ্গিক নয়।
বেসরকারি টেলিভিশন আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে সার্চ করে গত বছরের ২৭ অক্টোবর আলোচ্য ফটোকার্ডটি হুবহু পোস্ট করতে দেখা যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
পোস্টটির কমেন্ট সেকশনে আরটিভির অনলাইন ভার্সনে একই তারিখে "সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন" শিরোনামে প্রকাশিত একটি সংবাদ লিংক পাওয়া যায়। ওই সংবাদে বলা হয়, "কুয়েতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির মাধ্যমে জরুরি ভিত্তিকে দুই ক্যাটাগরির পদে মোট এক হাজার ২৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।" অর্থাৎ কুয়েত যাওয়ার জন্য আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর। স্ক্রিনশট দেখুন--
উক্ত প্রতিবেদনে যুক্ত থাকা একটি লিংক খুঁজে পাওয়া যায়। ওই লিংকে প্রবেশ করে দেখা যায়, উক্ত বিজ্ঞপ্তির আবেদনের তারিখ শেষ হয়ে গেছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে বোয়েসেলের ওয়েবসাইটে সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তির একটি তালিকা খুঁজে পাওয়া যায়। ওই তালিকায় কুয়েতের নাম নেই। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ গতবছরের অক্টোবর মাসে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত সরকারিভাবে কুয়েতে নিয়োগ বিজ্ঞপ্তির সংবাদ নিয়ে একটি ফটোকার্ডকে নতুন করে প্রচার করা হচ্ছে। ওই নিয়োগ বিজ্ঞপ্তিটির মেয়াদ গতবছরের নভেম্বরেই শেষ হয়ে যাওয়ায়, তা নতুন করে প্রচার করায় ব্যবহারকারীরা বিভ্রান্ত হতে পারেন।
সুতরাং আরটিভির পুরোনো ফটোকার্ড পোস্ট করে পুরোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।