ভিয়েতনাম যুদ্ধের ছবিকে 'ভুষণছড়া গণহত্যা'র বলে প্রচার
ভিয়েতনাম যুদ্ধের সময়ে তোলা ছবিকে বাংলাদেশে দাবিকৃত একটি 'গণহত্যা'র সাথে মিলিয়ে ফেসবুকে একাধিক পেজে পোস্ট করা হয়েছে।
বাংলাদেশের রাঙ্গামাটিতে দাবিকৃত 'ভুষণছড়া গণহত্যা' নামের একটি ঘটনার বর্ণনার সাথে একটি ছবি পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। দেখুন সেই পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে। এরকম আরেকটি পোস্ট দেখুন এখানে।
গত ৩১ মে 'জুম্ম জাতীয়তাবাদ' নামের ফেসবুক পেইজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, ৩১ মে ১৯৮৪ সালে রাঙামাটির জেলার বরকল উপজেলার ভুষণছড়ায় একটি গণহত্যা সংঘটিত হয়েছিল। পোস্টের সাথে যুক্ত সেই ছবিতে কয়েকজন নারী ও শিশুকে পানির মধ্যদিয়ে ভীতসন্ত্রস্ত অবস্থায় যেতে দেখা যাচ্ছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের সাথে প্রচার করা ছবিটি বাংলাদেশের নয়। রিভার্স সার্চিং টুল ব্যবহার করে সেই ছবিটি দ্য গার্ডিয়ানের ২০১২ সালের মে মাসের এক প্রতিবেদনে পাওয়া গেছে। সেখানে ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, এটি ১৯৬৬ সালের জানুয়ারি মাসে ভিয়েতনামের সাইগোন শহরে তোলা। তুলেছেন সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস-এপি'র দুইবার পুলিৎজার জয়ী ফটোগ্রাফার হর্স্ট ফাস। দেখুন সেই ছবির স্ক্রিনশট--
এছাড়া, বিবিসির ২০১৫ সালের এক প্রতিবেদনেও সেই ছবিটি পাওয়া গেছে। 'Vietnam War by Associated Press photographers' শিরোনামের সেই প্রতিবেদনে ছবিটির ক্যাপশনেও বলা হয়, এটি ভিয়েতনাম যুদ্ধের। দেখুন--
অর্থাৎ বুম বাংলাদেশের যাচাইয়ে ছবিটির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তবে সেই পোস্টে করা 'গণহত্যা' সম্পর্কিত অন্যান্য দাবিগুলো আমরা আলাদাভাবে যাচাই করে দেখিনি।
অতএব, ভিয়েতনাম যুদ্ধের একটি ছবিকে বাংলাদেশের দাবিকৃত গণহত্যার সাথে মিলিয়ে পোস্ট করা হয়েছে যা পাঠকের জন্য বিভ্রান্তিকর।