ছবিটি ১ জুলাই থেকে চলমান 'কঠোর' লকডাউনের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি গত এপ্রিল মাসে প্রথম আলোসহ মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকে ১ জুলাই থেকে চলমান 'কঠোর' লকডাউন সংক্রান্ত পোস্টের সাথে মিলিয়ে একটি ছবি প্রচার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি ফ্লাইওভারের একপাশে দীর্ঘ যানজট লেগে আছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে এবং এখানে।
গত ৬ জুলাই 'Deshi feelings' নামের একটি ফেসবুক পেজে উপরে বর্ণিত ছবিটি পোস্ট করে বলা হয়, "'কঠোর' লকডাউনের মধ্যে ঢাকার রাস্তা...থ্যাংক ইউ বাংলাদেশ প্রাইম মিনিস্টার"। পোস্টটি পড়ে ধারনা হতে পারে, ছবিটি চলমান 'কঠোর' লকডাউনের, যা ১ জুলাই থেকে চলছে। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি ১ জুলাই শুরু হওয়া চলমান 'কঠোর' লকডাউনের নয়। পোস্টের ছবিটিকে রিভার্স সার্চ করে দেখা গেছে ছবিটি এপ্রিল মাসে মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। গত এপ্রিল মাসের ১২ তারিখ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ছবিটি প্রকাশিত হয় যার শিরোনাম ছিল, 'Heavy traffic congestion on roads amid lockdown'। দেখুন প্রতিবেদনটির স্ক্রিনশট--
অর্থাৎ এই ছবিটি মূলত এপ্রিল মাসের লকডাউনের ছবি, বর্তমান 'কঠোর' লকডাউনের নয়। তবে 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড' পত্রিকার প্রতিবেদনটিতে ছবিটির সুত্র হিসেবে প্রথম আলো পত্রিকার নাম উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সার্চ করে প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনেও ছবিটি পাওয়া গেছে। একইদিন অর্থাৎ গত ১২ এপ্রিল 'লকডাউনে ঢাকার রাস্তায় যানজট' শিরোনামের প্রকাশিত সেই খবরে ছবিটি প্রকাশিত হয়। তবে ছবিটির ক্যাপশনে 'ফাইল ফটো' লেখা থাকায় ছবিটি প্রকৃতপক্ষে সেই দিন অর্থাৎ ১২ এপ্রিলের কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ। দেখুন প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত খবরে ছবিটির স্ক্রিনশট--
প্রসঙ্গত ১৪ জুলাই পর্যন্ত ঘোষিত চলমান 'কঠোর' লকডাউনেও ঢাকায় যানজট সৃষ্টির ছবিসহ একাধিক প্রতিবেদন এসেছে মূলধারার সংবাদমাধ্যমে। দেখুন এমন দুটি খবর এখানে এবং এখানে। তবে আলোচ্য ছবিটি চলমান লকডাউনের নয়।
সুতরাং গত এপ্রিল মাসের লকডাউনের ছবি চলমান 'কঠোর' লকডাউনের সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।