পুরনো ছবি ব্যবহার করে পুলিশ নিহত হওয়ার ভিত্তিহীন খবর প্রচার
ছবিটি গত জানুয়ারি মাসে পাথরঘাটার স্থানীয় নির্বাচন-কেন্দ্রিক সংঘর্ষের।
ফেসবুকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের হরতালে পুলিশের মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে এবং এখানে।
H M Siddiqur Rahman নামের আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয় যার ক্যাপশন ছিল, 'আলহামদুলিল্লাহ, ১ উইকেট পরে গেছে। সরাইল বিশ্বরোডে ১জন পুলিশের দেহ থেকে মাথা আলাদা'। ছবিটিতে বেশ কিছু পুলিশকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরে হেফাজতে ইসলাম কর্তৃক আহুত কোনো কর্মসূচির নয়।
রিভার্স সার্চ করে দেখা গেছে, ছবিটি এ বছর বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী সহিংসতার। বাংলাট্রিবিউনে ২৭ জানুয়ারি ২০২১-এ প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি পাওয়া গেছে। 'ত্রিমুখী সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন নিচে--
এছাড়া গত ২৬ জানুয়ারি যমুনা টিভি অনলাইনে এই ছবিটি দেখা গেছে। তাদের খবরের শিরোনাম ছিল, 'পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায় রণক্ষেত্র, ওসি সাংবাদিকসহ আহত শতাধিক'। দেখুন খবরটির স্ক্রিনশট--
একইসময়ে ঢাকাটাইমস২৪ ডটকম নামের অনলাইন পোর্টালের একটি প্রতিবেদনেও ছবিটি ব্যবহার করা হয়েছে।
মূলত পাথরঘাটা পৌরসভার নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে সেখানে সাংবাদিকসহ বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। এ সংক্রান্ত সমকালের একটি বিস্তারিত প্রতিবেদন দেখুন এখানে।
সাম্প্রতিক মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ডাকা কর্মসূচিতে কোথাও পুলিশ নিহত হওয়ার কোনো খবর পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, মূলধারার সংবাদমাধ্যমেও এমন কোনো খবর প্রকাশিত হয়নি।