পুলিশি অ্যাকশনের এই ছবিটি পুরনো
পুলিশের আক্রমণ করার এই ছবিটি অন্তত ২০১৫ সালের কিংবা তার চেয়ে পুরানো বলে প্রতীয়মান হচ্ছে।
ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে পুলিশকে একজন ব্যক্তির উপর হামলা করতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে, ছবিটি গতকালকের ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষের। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ ফেব্রুয়ারি (২০২১) Mirza Fakhrul Islam Alamgir নামের পেইজ থেকে একটি ছবি পোস্ট করে বলা হয় ছবিটি গতকাল (২৮ মার্চ) ডিজিটাল সিকিউরিটি আইন এবং লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের উপর পুলিশের নগ্ন হামলার। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ছবিটি অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে একাধিক বার আপলোড হতে দেখা গেছে। যেমন, ভারতভিত্তিক groundxero.in নামের একটি অনলাইন পোর্টালে No More Deaths on Roads : Students' Fury Engulfs Bangladesh শিরোনামে একটি খবরে সেই ছবিটি দেখা যায়। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন সংক্রান্ত এই রিপোর্টটি প্রকাশিত হয় ২০১৮ সালের ১ আগস্ট এ।
দেখুন groundxero.in এর রিপোর্টের ছবিটি--
এছাড়া একই সময়ে উক্ত ছবিটি somewhereinblog এ প্রকাশিত একটি ব্যক্তিগত ব্লগ পোস্টেও দেখা যায়। "শিশুদের পুলিশী নির্যাতনের বিচার হোক…" শিরোনামের সেই ব্লগটিতেও নিরাপদ সড়ক আন্দোলনের বেশ কিছু ছবির সাথে এই ছবিটিও দেখা যায়।
তবে আরো সার্চ করে দেখা গেছে, ছবিটি ২০১৫ সালেও পোস্ট করা হয়েছে। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে Sadinotar surjo নামক একটি টুইটার একাউন্ট থেকে একই ছবি পোস্ট করা হয়। দেখুন টুইটারের সেই পোস্টটি--
is it democracy ? save the is it democracy of bangladesh , save the people of bangladesh @BBC @UN @hrw @OIC_OCI @CNN pic.twitter.com/Uk5mp12Ojn
— Sadinotar surjo (@DrMaks1) February 11, 2015
এছাড়া আরেকটি ওয়েবসাইটেও ২০১৫ সালের এপ্রিল মাসে ছবিটি দেখা যায়। ফলে পুলিশের আক্রমণের এই ছবিটি সাম্প্রতিক ছাত্রদল-পুলিশ সংঘর্ষকালীন নয়।
তবে ২৮ ফেব্রুয়ারির ছাত্রদল-পুলিশ সংঘর্ষের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে দেখা যায়। দেখুন নিচে--
আন্দোলনে পুলিশি বাধা!!!
পুলিশের উপর হামলা ছাত্রদলের
Posted by N.B News বাংলা on Sunday, 28 February 2021
আরেকটি ছবি দেখুন--
স্যালুট ভাই
রাজপথের বীর Habib Un Nabi Shohel ভাই.....আজকে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের উপর পুলিশের বর্বর হামলা।
Posted by Mohammad Karim on Sunday, 28 February 2021
এছাড়া সংক্রান্ত একটি ভিডিও দেখুন এখানে-
অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষের অনেক ছবি ভাইরাল হলেও আলোচ্য ছবিটি ২০১৫ সালের বা তার পূর্বের। সুতরাং এটিকে সাম্প্রতিক সময়ের বলে দাবি করা বিভ্রান্তিকর।