ফেক নিউজ
মোদির সাথে এই ছবিটি মামুনুল হকের নয়
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লীতে মেট্রো ট্রেনে যাত্রীদের সাথে তোলা নরেন্দ্র মোদির এই ছবিটি সেসময় সংবাদ মাধ্যমে আসে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়ানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পাশে পাঞ্জাবী টুপি পরিহিত দু'জন বসে আছেন যার একজন হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ছবিটি বিভিন্ন প্রোফাইল থেকে পোস্ট করে ২০১৫ সালের বলে দাবি করা হচ্ছে।
আরেকটি পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে নরেন্দ্র মোদির সাথে মাওলানা মামুনুল হকের এই ছবিটি এডিট করা।
মূলত ২০১৯ সালে ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি ইসকন মন্দিরে 'বিশ্বের বৃহত্তম ভাগবত গীতা' উদ্বোধন করার জন্য খান মার্কেট মেট্রো স্টেশন থেকে মেট্রো ট্রেনে চড়ে অনুষ্ঠানের ভেন্যুতে পৌছান। এসময় মেট্রোতে অনেক যাত্রীকে তার সাথে কুশল বিনিময় করতে দেখা যায় যার মধ্যে বর্তমানে বাংলাদেশে ফেসবুকে ছড়ানো ছবিটির মূল ছবি ও ভিডিও ফুটেজও পাওয়া যায়।
ফেসবুকে ছড়ানো ছবি ও ভারতের দ্যা কুইন্টে প্রকাশিত ছবির একটি তুলনামূলক দৃশ্য দেখুন নীচে-
সুতরাং ভিন্ন সময় ও ঘটনার ছবিকে এডিট করে অপ্রাসঙ্গিক শিরোনামে পোস্ট করা বিভ্রান্তিকর।
Claim : ২০১৫ সালে মোদীর সাথে মামুনুল হকের ছবি
Claimed By : Facebook posts
Fact Check : False
Next Story