ইরানের একটি পুরনো ছবিকে আফগানিস্তানের ষাটের দশকের বলে দাবি
বুম বাংলাদেশ ছবিটি ইরানের একাধিক ওয়েবসাইটে বর্ণনাসহ পেয়েছে; সেখানকার ফ্যাক্টচেকারও ছবিটি ইরানের বলে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে বলা হচ্ছে, এগুলো আফগানিস্তানের ৬০ এবং ৭০ দশকের। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১৬ আগষ্ট 'Md Imtiaz' নামের আইডি থেকে ৯টি পুরোনো ছবি একসাথে পোস্ট করে বলা হচ্ছে, ছবিগুলো আফগানিস্তানের ৬০ এবং ৭০ দশকের। দেখুন ওই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শেয়ার করা গুচ্ছ ছবির প্রথম ছবিটি আফগানিস্তানের নয়। এলবামের প্রথম সাদাকালো ছবিটিতে দেখা যাচ্ছে, স্কার্ট-পরা বেশ কিছু তরুণী একটি বাসের সামনে দাঁড়িয়ে আছেন। ছবিটি দেখুন--
কিন্তু রিভার্স সার্চ করে ছবিটিকে বেশ কিছু ইরানভিত্তিক ওয়েবসাইটে সেখানকার ৪০ দশকের বলে দাবি করা হচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভিত্তিক ছবি ও ভিডিও হোস্টিং প্লাটফর্ম ফ্লিকারে ছবিটি পাওয়া গেছে, ২০১৮ সালে সেখানে আপলোড করা ছবিটির ব্যাপারে বলা হয়, এটি ৪০ এর দশকে ইরানের তেহরানে কোনো আনন্দভ্রমণের ছবি। দেখুন--
ফ্লিকারে ছবিটি দেখুন এখানে।
এছাড়া একাধিক ইরানভিত্তিক ওয়েবসাইটেও এই ছবিটিকে ইরানের স্কুল শিক্ষকদের ভ্রমনের ছবি হিসেবে উল্লেখ করা হয়। দেখুন--
তবে ছবিটির ব্যাপারে আরো নিশ্চিত হতে বুম বাংলাদেশ ইরানের একটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টনামেহ'র সাথে যোগাযোগ করেছে। প্রতিষ্ঠানটির সম্পাদক ফরহাদ শৌজানচি জানান, এটা নিশ্চিতভাবে ইরানের ছবি, আফগানিস্তানের নয়। তবে ছবিটি ১৯৪০ সালের কাছাকাছি সময়ের নয় বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, ফ্লিকারে উল্লেখিত সম্ভাব্য দশকটি ইংরেজি নয়, ফারসি ক্যালেন্ডারের ১৩৪০ সালের আগে-পরে, যা ইংরেজিতে ১৯৬০ সালের কাছাকাছি কোনো সময়ের। তবে ছবিটির ফটোগ্রাফার সংক্রান্ত কোনো তথ্য তিনি উল্লেখ করতে পারেননি।
পরবর্তীতে আরো সার্চ করে, ইরানভিত্তিক ফারসিপাতোগ নামের আরেকটি অনলাইন পোর্টালে ছবিটিকে ৬০ এর দশকের বিপ্লবপূর্ব ইরানের কোনো সময়ের বলে উল্লেখ করা হয়। দেখুন-
অর্থাৎ ইরানের একটি পুরনো ছবিকে আফগানিস্তানের ৬০ অথবা ৭০ দশকের বলে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।