ছবিটি কাবুল বিজয়ের পর শোকরানা নামাজের নয়
বুম বাংলাদেশ নিশ্চিত হয়েছে, এটি ২০১২ সালে আফগানিস্তানের জালালাবাদ এলাকায় অনুষ্ঠিত একটি ঈদ জামাতের ছবি।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এটি কাবুল বিজয়ের পর শোকরানা নামাজের ছবি। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ১৫ আগস্ট 'Tahsinul Islam' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'কাবুল বিজয়ের পর,শুকরানা নামাজ আদায় করছেন' ৷ অর্থাৎ দাবি করা হচ্ছে, গত ১৫ আগস্ট তালেবানের আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর সেখানে শোকরানা নামাজ আদায়ের ছবি এটি। ছবিটিতে অসংখ্য মানুষকে একসাথে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে। দেখুন এরকম একটি পোস্ট এখানে--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি সম্প্রতি তালেবানের কাবুল বিজয়ের পরের কোনো শোকরানা নামাজের ছবি নয়। মূলত ছবিটি ২০১২ সালে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বার্তা সংস্থা এপি'তে প্রকাশিত এই ছবিটির ব্যাপারে বলা হয়, ২০১২ সালে আফগানিস্তানের কাবুলের নিকটবর্তী পূর্বে জালালাবাদে ঈদ-উল-আযহা নামাজের ছবি এটি। দেখুন এপিতে প্রকাশিত ছবিটি--
ছবিটি তুলেছেন রহমত গুল নামে এপির এক ফটোগ্রাফার। এপি ইমেজেস-এ ছবিটি দেখুন এখানে।
তাছাড়াও একই ছবি দ্য আটলান্টিক পত্রিকাতেও ২০১২ সালের ২ নভেম্বর প্রকাশিত হয়েছিল। সেখানেও বলা হয়, এটি ২০১২ সালে জালালাবাদে আয়োজিত ঈদের নামাজের ছবি। দেখুন-
ছবিটিসহ দ্য আটলান্টিকের প্রতিবেদনটি দেখুন এখানে।
অর্থাৎ ২০১২ সালে আফগানিস্তানের ঈদের নামাজের ছবিকে তালেবানের কাবুল জয়ের পর শোকরানা নামাজের বলে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।