মুশফিকের ছবি এডিট করে বয়কট ক্যাম্পেইনে ব্যবহার
ক্রিকেটার মুশফিকুর রহিমের বর্ণবাদ-বিরোধী প্রচারণার পুরানো ছবিকে এডিট করে ছড়ানো হচ্ছে ফেসবুকে।
ফেসবুকে বাংলাদেশ দলের জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে মুশফিককে একটি প্ল্যাকার্ড হাতে দেখা যাচ্ছে যেখানে লেখাঃ I love Muhammad (S.W)। দেখুন, এখানে, এখানে এবং এখানে। এছাড়া আর্কাইভ করা পোস্ট দেখুন, এখানে।
এরকম একটি ছবি পোস্ট করা হয়েছে, "১০ বছরের স্কুল জীবনে যা যা 𝗢𝗽𝗼𝗸𝗼𝗿𝗺𝗼 করছি ও দেখছি:)" নামক গ্রুপে; পোস্ট করেন Md. Tarikul Islam Shaddin.
পোস্টটির আর্কাইভ লিংক এখানে।
ফ্যাক্ট চেক:
কিন্তু বুম অনুসন্ধান করে দেখেছে, ক্রিকেটার মুশফিকের হাতে প্ল্যাকার্ডওয়ালা ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং সেই প্ল্যকার্ডে "I LOVE MUHAMMAD (S.W)" লেখা ছিল না।। বরং আসল ছবিটি মুশফিকুর রহিম ১৪ জুন, ২০২০ তারিখে তার ভেরিফায়েড পেইজে আপলোড করেন যেখানে প্লেকার্ডে লেখা ছিল: "I HATE RACISM. SAY NO TO RACISM"। এছাড়া নিচে তার স্বাক্ষর যুক্ত করা ছিল।
এছাড়া এ সংক্রান্ত ডেইলি স্টারের একটি খবরেও সেই ছবি যুক্ত করা হয়। উক্ত খবর থেকে জানা যায়, সম্প্রতি আমেরিকায় পুলিশ কর্তৃক জর্জ ফ্লয়েড নামক একজন কৃষ্ণাঙ্গ নিহত হলে সারা দুনিয়ার মত বর্ণবাদ-বিরোধী প্রচারণার অংশ হিসেবে মুশফিকুর রহিম নিজের সেই ছবিটি তার পেইজে পোস্ট করেন।
অর্থাৎ, মুশফিকুর রহিমের হাতে "I LOVE MUHAMMAD (S.W)" যুক্ত প্ল্যাকার্ডের ছবিটি ভুয়া এবং এডিটকৃত।