ছবিটি পাকিস্তানের পেশোয়ারে সাম্প্রতিক বোমা হামলার নয়
বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০০৪ সালে করাচির একটি শিয়া মসজিদে বোমা হামলার ছবি, ছবিটি তুলেছেন এএফপির এক ফটোগ্রাফার।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এটি পাকিস্তানে সাম্প্রতিক বোমা হামলার ছবি। দেখুন এমন দুটি লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৪ মার্চ 'In sha Allah' নামের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে বলা হয়, পাকিস্তানের পেশোয়ারের মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে।! #Pray forPakistan। ছবিটিতে বোমায় বিধ্বস্ত একটি মসজিদ দেখা যাচ্ছে। অর্থাৎ দাবি করা হচ্ছে, সম্প্রতি পাকিস্তানে একটি শিয়া মসজিদে যে বোমা হামলার ঘটনা ঘটে, এটি সেই ঘটনার ছবি। দেখুন পোস্টটি--
এরকম আরো একটি পোস্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি সাম্প্রতিক নয়। একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি পাকিস্তানে ২০০৪ সালের একটি বোমা হামলার। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে ছবিটি গেটি ইমেজে পাওয়া গেছে। সেখানে বলা হচ্ছে, ছবিটি ২০০৪ সালের মে মাসে পাকিস্তানের একটি শিয়া মসজিদে বোমা হামলার ছবি। ছবিটি তুলেছেন এএফপি'র ফটোগ্রাফার আমির কুরেশি। দেখুন--
গেটি ইমেজের লিংকটি এখানে।
আরো খোঁজ করে একই ছবিসহ এ সংক্রান্ত একটি খবর পাওয়া গেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজে। সেখানে আরো বলা হয়েছে, করাচির সেই মসজিদ হামলায় ১৪ জন নিহত এবং দু'শতাধিক ব্যক্তি আহত হন। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
উল্লেখ্য সম্প্রতি গত ৪ মার্চ পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৫৬ জন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। জুমার নামাজের সময় মসজিদটির ভেতরে 'আত্মঘাতী বোমা বিস্ফোরণের' এ ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছে। এ সংক্রান্ত বিবিসি বাংলার বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
অর্থাৎ ২০০৪ সালের করাচির বোমা হামলার ছবিকে পাকিস্তানের পেশোয়ারে সাম্প্রতিক বোমা হামলার ঘটনার ছবি হিসাবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।