ভারতে ট্রেনে পাওয়া শিশুর ছবিকে কুমিল্লার বলে প্রচার
ফেসবুকে ২০১৫ সালের ভারতের এক শিশুর ছবিকে কুমিল্লার লাকসামে ট্রেনে পাওয়া শিশুর সাম্প্রতিক ছবি বলে ছড়ানো হচ্ছে।
সম্প্রতি ফেসবুকে একটি শিশুর ছবি বেশ কিছু পেইজ ও প্রোফাইলের মাধ্যমে ছড়ানো হচ্ছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, শিশুটিকে লাকসামে একটি ট্রেনে পাওয়া গেছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
নিউ কারেন্ট অ্যাফেয়ার্স' নামক একটি ফেসবুক গ্রুপে Md Maskat Shuvo Bhuyian নামের প্রোফাইল থেকে একটি শিশুর ছবি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে বলা হয়, শিশুটি লাকসামের সাগরিকা ট্রেন থেকে পাওয়া গেছে। দেখুন-
২০১৬ সালেও একই রকম একটি পোস্ট ভাইরাল হয়। দেখুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, ছবির শিশুটি বাংলাদেশের লাকসামের নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের। এছাড়াও ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, ২০১৫ সালের একটি ঘটনার। ভারতের 'এই সময়ের' পত্রিকার ২০১৫ সালের ২৯ নভেম্বরের এক খবরের বরাতে জানা যায়, ছবির শিশুটিকে ভারতের শিয়ালদহের ডায়মন্ড হারবার স্টেশনের এক ট্রেনের সিটে পাওয়া যায়। পরে স্থানীয় পুলিশ উক্ত শিশুটিকে উদ্ধার করলেও তার পিতামাতার কোনো হদিস পায়নি তারা।
এছাড়াও ২০১৫ সালের একইদিনে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টেও উক্ত ছবি দেখা যায়। দেখুন--
এই শিশুসন্তানটিকে আজ ভোরে ডায়মন্ডহারবারে সাইডিং ট্রেণে পাওয়া গিয়েছে। সঙ্গে ছিল দুধের বোতল আর বেশ ভালো ড্রেসেই ট্রেণ...
Posted by Political Golpo on Saturday, 28 November 2015
অর্থাৎ ২০১৫ সালের ভারতের একটি শিশুর ছবিকে লাকসামের ট্রেনে পাওয়া শিশু বলে দাবি করা ভিত্তিহীন ও ভুয়া।