২০১৯ সালের সৎ ভাইবোনের বিবাহের খবর বিভ্রান্তিকর শিরোনামে পুনরুৎপাদন
ফেসবুকের একাধিক পেইজ এবং গ্রুপে জয়পুরহাটের সৎ ভাইবোনের বিয়ের পুরানো খবরকে নতুন শিরোনামে পোস্ট করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি খবরে দাবি করা হচ্ছে, জয়পুরহাটে পালিয়ে বিয়ে করার জানতে পারে, তারা সৎ ভাইবোন। দেখুন এমন কিছু খবর এখানে, এখানে এবং এখানে।
News Bulletin নামের পেইজ থেকে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, "পালি'য়ে গি'য়ে বি'য়ে, প্র'থম সহ'বাসে'র প'র জা'নতে পা'রলেন তা'রা সৎ ভা'ই-বো'ন"। ৭ ডিসেম্বর, ২০২০ প্রকাশিত খবরটিতে বলা হয়, জয়পুরহাটের আব্দুর রশিদের প্রথম স্ত্রীর ছেলে সিজু (৩৫) এবং দ্বিতীয় স্ত্রীর মেয়ে রাজিয়া সুলতানা (২৬), দুভাই-বোনের পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। দেখুন সেই খবরটির স্ক্রিনশট--
খবরটির স্ক্রিনশট দেখুন এখানে-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরানো এবং বিভ্রান্তিকর। মূলধারার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খবরটি ২০১৯ সালের ১৯ অক্টোবরের। ডিবিসি এবং দৈনিক নয়া দিগন্ত'র প্রতিবেদনমতে, জয়পুরহাটে শিজু এবং রাজিয়া খাতুন নামের দুই সৎ ভাইবোন পালিয়ে বগুড়ায় বিবাহ করে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়ন কাজী অফিসে গিয়ে তারা দু'জন বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন নিকাহ-বিবাহ রেজিষ্ট্রার কাজী মাসুম বিল্ল্যা। নয়া দিগন্তে উক্ত প্রতিবেদনটি প্রকাশিত হয় ২০১৯ সালের ২৩ অক্টোবর যার শিরোনাম ছিল, "পরকীয়ার পর ভাই-বোনের বিয়ে : দুজনকেই ত্যাজ্য করলেন বাবা"। ডিবিসির প্রতিবেদনটির একটি স্ক্রিণশট দেখুন এখানে--
সুতরাং তারা পালিয়ে বগুড়ায় স্বেচ্ছায় কাজী অফিসে বিবাহ করেছে। কিন্তু খবরের শিরোনামে দাবি করা হচ্ছে, পালিয়ে বিবাহ করবার পর তারা জেনেছে তারা ভাই-বোন যা ভিত্তিহীন।
অর্থাৎ, ২০১৯ সালের খবরকে নতুন করে বিভ্রান্তিকর শিরোনামে ছড়ানো হচ্ছে।