অসুস্থতার কারণে কাবিলার চলচ্চিত্রে কণ্ঠ দিতে না পারার খবরটি পুরনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৫ সালে গণমাধ্যমে কাবিলার কণ্ঠনালীর সমস্যার খবর প্রকাশিত হয়; নতুন করে এর প্রচার বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, আর কখনো শোনা যাবে না অভিনেতা কাবিলার কন্ঠ। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ২ আগস্ট 'Amar Songbad' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবরের লিংক শেয়ার করে বলা হয়, "চাইলেও আর কখনো শোনা যাবে না কাবিলার কণ্ঠস্বর!"। হুবহু একই রকম শিরোনামে গত ২ আগস্ট ডেটলাইনে প্রকাশিত খবরটিতে বলা হয়, জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা যার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম কণ্ঠনালির সমস্যার কারণে নিজে আর কোনো সিনেমায় কণ্ঠ দিতে পারবেন না। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির শিরোনাম ও ডেটলাইনের স্ক্রিনশট দেখুন-
খবরটির আর্কাইভ ভার্সন পড়তে ক্লিক করুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কণ্ঠনালীর সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাবিলার সিনেমায় কণ্ঠ দিতে না পারার খবরটি পুরনো।
বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখা গেছে ২০১৫ সালে মূলধারার সংবাদমাধ্যমে কাবিলার কণ্ঠনালীর সমস্যা সংক্রান্ত এমন একটি খবরটি প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে ২০১৫ সালের ২৩ আগস্ট 'আর শোনা যাবে না কাবিলার কণ্ঠস্বর!' শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটি খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, 'কাবিলা দীর্ঘ দিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ মতো খুব বেশি জরুরী না হলে তিনি কথা বলতে পারবেন না।' ফলে তিনি আর সিনেমায় নিজের কণ্ঠ দিতে পারছেন না বলেও খবরটিতে উল্লেখ করা হয়। দেখুন স্ক্রিনশট--
এছাড়া অনলাইন পোর্টাল রাইজিংবিডি'তেও খবরটি ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল। দেখুন এখানে।
পরবর্তীতে ২০১৯ সালেও হুবহু এই খবরটি বেশ কিছু অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছিল। দেখুন ২০১৯ সালের ২ আগস্ট প্রকাশিত একটি খবর এখানে-
প্রতিবেদনটি পড়ুন এখানে।
অর্থাৎ ২০১৫ সালে অভিনেতা কাবিলার কণ্ঠনালীর অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে সিনেমায় আর কন্ঠ না দেয়ার পুরনো খবরকে নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।