শারীরিক সম্পর্ক ছাড়া ভারতীয় এক চিকিৎসকের মা হওয়ার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৮ সালে গণমাধ্যমে ভারতীয় স্ত্রী-রোগ বিশেষজ্ঞ শিউলি মুখোপাধ্যায়কে নিয়ে এই খবরটি প্রকাশিত হয়েছিল
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, পুরুষের সঙ্গম ছাড়াই মা হলেন চিকিৎসক শিউলি। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ৪ আগস্ট 'Titas TV 24' নামের একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত একটি খবরের লিংক পোস্ট করে বলা হয়, 'পুরুষের স'ঙ্গম ছাড়াই মা হলেন ডাক্তার শিউলি'। হুবহু একই শিরোনামে একই দিনে প্রকাশিত খবরটিতে বলা হয়, কলকাতার বাসিন্দা ৩৯ বছর বয়সী স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডাক্তার শিউলি মুখোপাধ্যায় স্পার্ম ব্যাংকের শুক্রানু সংগ্রহ করে বিয়ে ও শারীরিক সম্পর্ক ছাড়াই এক পুত্র সন্তানের মা হয়েছেন। ছেলের নাম রেখেছেন রণ। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বিয়ে ছাড়া চিকিৎসক শিউলি মুখোপাধ্যায়ের মা হওয়ার খবরটি পুরনো। ২০১৮ সালে গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি 'বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিলেন ডাক্তার!' শিরোনামে একটি খবর প্রকাশিত হয় দৈনিক যুগান্তরে। দেখুন খবরটির স্ক্রিনশট--
খবরটিতে বলা হয়, একাকিত্ব ঘোঁচাতে নিজের হাসপাতালের স্পার্ম ব্যাংক থেকে শুক্রানু নিয়ে মা হন চিকিৎসক শিউলি মুখোপাধ্যায়। তবে সেখানে খবরটির উৎস হিসেবে উল্লেখ করা হয় ভারতের আনন্দবাজার পত্রিকাকে।
এই সুত্র ধরে সার্চ করে আনন্দবাজার পত্রিকার অনলাইনে একটি খবর পাওয়া গেছে। ''একা মা' হওয়ার পথে যাত্রা বন্ধ্যত্ব চিকিৎসকেরই' শিরোনামে ''একা মা' হওয়ার পথে যাত্রা বন্ধ্যত্ব চিকিৎসকেরই' শিরোনামে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত খবরটি। দেখুন--
আনন্দবাজারের পত্রিকায় আরো বলা হয়, চিকিৎসক শিউলি মুখোপাধ্যায় নিজেও একজন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ।
অর্থাৎ ২০১৮ সালে বিয়ে ও শারীরিক সম্পর্ক ছাড়া ভারতীয় এক চিকিৎসকের মা হওয়ার পুরনো ঘটনা নতুন খবর হিসেবে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।