কয়েক মাস আগের খবর বিভ্রান্তিকরভাবে নতুন করে প্রকাশ
ফেসবুকের একাধিক পোস্টে মাদারীপুরে একজন পীরের কিশোরীকে গর্ভবতী করে বিয়ে খবরটি প্রায় ১০ মাস আগের।
একাধিক পোস্টে একটি খবরে বলা হচ্ছে, পীরের অপকর্মে গর্ভবতী হয়েছেন এক কিশোরী। দেখুন এমন কিছু খবরের লিংক এখানে এবং এখানে।
গত ৩ ডিসেম্বর BanglaDay.com নামের পেইজ থেকে "পীরের অ'পক'র্মে গ'র্ভবতী হলেন ১৬ বছরের কিশোরী" শিরোনামের একটি খবর শেয়ার করা হয়। খবরটিতে দাবি করা হয়, মাদারীপুরে ওয়াহিদ নামের এক পীরের লালসা শিকার হয়ে অ'ন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক ত'রুণী। মাদারীপুরের সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, মাদারিপুরে পীর কর্তৃক কিশোরী গর্ভবতী হওয়ার খবরটি পুরোনো। সময় টিভির একটি খবরের বরাতে জানা যায়, খবরটি মূলত এই বছরের ফেব্রুয়ারী মাসের। "ভক্তকে গর্ভবতী করে বিয়ে করলেন পীর!" শিরোনামের সেই খবরে বলা হয়, "মাদারীপুরে ভক্ত এক তরুণীকে গর্ভবতী করে বিয়ে করলেন মো. ওয়াহিদ নামের এক পীর।" পরবর্তীতে জানাজানি হলে সেই নারীকে বিবাহ করেন ওয়াহিদ পীর। দেখুন--
অর্থাৎ গত ফেব্রুয়ারী মাসের একটি খবরকে নতুন করে ছড়ানো হচ্ছে যা পাঠকদের বিভ্রান্ত করতে পারে।