চট্টগ্রামে ভাইবোনের একসাথে ইসলাম গ্রহণের খবরটি তিন বছর আগের
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, হাটাহাজারির দুই ভাইবোন ২০১৭ সালে ধর্মান্তরিত হন এবং ঘটনাক্রমে তা ২০১৮ সালে প্রকাশ পায়।
সামাজিক মাধ্যম ফেসবুকে দু'জনের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে তাঁরা আপন ভাইবোন এবং একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গতকাল ২৮ জুন 'Arif Ahmed' নামের একটি ফেসবুক আইডি থেকে 'প্রবাসী বাংলাদেশ / Probashi Bangladesh' নামের একটি গ্রুপে করা ছবিসহ এক পোস্টে বলা হয়, ছবিটিতে দৃশ্যমান দু'জন সম্পর্কে আপন ভাইবোন এবং তারা একসাথে ইসলাম গ্রহণ করেছেন। তবে ঘটনাটি কবেকার কিংবা তাদের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না থাকায়, পোস্টটি দেখে মনে হতে পারে এটি সাম্প্রতিক ঘটনা। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফেসবুক পোস্টে ছবিটিতে দৃশ্যমান ভাইবোনের ইসলাম গ্রহণের খবরটি তিন বছর আগের। ২০১৮ সালে চট্টগ্রামের স্থানীয় একটি অনলাইন পোর্টালে তাঁদের ইসলাম গ্রহণের খবর প্রকাশিত হয়েছিল। 'সিভয়েস টুয়েন্টিফোর' নামের ওই অনলাইন পোর্টালে ২০১৮ সালের ১৪ মে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে ফেসবুকে পোস্ট করা ছবিটিও হুবহু পাওয়া গেছে। দেখুন প্রতিবেদনটির স্ক্রিনশট--
প্রতিবেদনটি দেখুন এই লিংকে।
২০১৮ সালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, বছরখানেক আগে অর্থাৎ ২০১৭ সালে শ্রাবন্তী রাণী নাথ (২০) ও তার আপন ভাই শুভ কুমার নাথ (১৮) একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে তারা তা গোপন রাখেন। কিন্তু ঘটনাক্রমে এক বছর পর অর্থাৎ ২০১৮ সালে তা প্রকাশিত হয়ে যায়।
অতএব, চট্টগ্রামের দুই ভাইবোনের ২০১৭ সালে ধর্মান্তরিত হওয়ার ঘটনা নিয়ে ২০১৮ সালে প্রকাশিত একটি খবরকে সম্প্রতি অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা হচ্ছে।