প্রযোজক কর্তৃক অভিনেত্রীকে কোপানোর খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, অভিনেত্রী মালভি মালহোত্রাকে কোপানোর খবরটি ২০২০ সালে ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, ভারতীয় এক নায়িকাকে কোপালেন প্রযোজক। দেখুন সেই পোস্টের লিংক এখানে।
গত ২১ অক্টোবর 'News Media' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবর শেয়ার করে বলা হয়, 'অভিনেত্রীকে কোপালেন প্রযোজক'। খবরটির বিস্তারিত অংশে দেখা যায়, গত ২১ অক্টোবর এই খবরটি প্রকাশিত হয়েছে। খবরটিতে উল্লেখ করা হয়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভারতীয় অভিনেত্রী মালভি মালহোত্রাকে কোপানোর অভিযোগ উঠেছে যোগেশকুমার মহিপাল সিংহ নামের এক প্রযোজকের বিরুদ্ধে। দেখুন পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রযোজক কর্তৃক ভারতীয় অভিনেত্রীকে কোপানোর ঘটনাটি পুরোনো। গত বছর একাধিক সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের সময় টিভির অনলাইন পোর্টালে ২০২০ সালের ২৯ অক্টোবর 'অভিনেত্রীকে কোপালেন প্রযোজক' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটিতে বলা হয়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভারতীয় অভিনেত্রী মালভি মালহোত্রাকে কোপানোর অভিযোগ উঠেছে এক প্রযোজকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের ভারসোভায় এ ঘটনা ঘটে। দেখুন--
ভারতের একাধিক মূলধারার সংবাদমাধ্যমেও খবরটি ২০২০ সালের অক্টোবর মাসে খুব গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছিল। গত বছরের ২৭ অক্টোবর এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করে 'দ্য ইন্ডিয়া টুডে'। দেখুন--
প্রতিবেদনটি পড়ুন এখানে।
এছাড়া পরবর্তীতে এনডিটিভির প্রতিবেদনে অভিযুক্ত প্রযোজককে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। দেখুন--
পড়ুন এখানে।
অর্থাৎ ২০২০ সালে ভারতীয় অভিনেত্রীকে কোপানোর পুরোনো খবর নতুন দিন তারিখ দিয়ে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।