কুমিল্লায় ৩ জনের ইসলাম গ্রহণের পুরোনো খবর নতুন করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, কুমিল্লায় প্রায় ৪ বছর আগে ৩ জনের ইসলাম গ্রহণের খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, কুমিল্লায় বাদল চন্দ্র শীল নামে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৬ ডিসেম্বর 'প্রতিদিন কুমিল্লা ☑️' নামে একটি ফেসবুক গ্রুপে 'Md Abu Naser Bhuiyan' নামে একটি একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার, ০৭ নং মোকাম ইউনিয়নের "বাদল চন্দ্র শীল"। তার স্বপরিবার নিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে #ইসলাম_ধর্ম গ্রহন করেছে।" পোস্টটিতে নারী ও শিশুসহ তিনজন ব্যক্তির ছবি দেখতে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের ছবির তিন ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনাটি সাম্প্রতিক নয়। প্রায় চার বছর আগের কুমিল্লায় নারী ও শিশুসহ ওই তিন ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনাকে নতুন করে প্রচার করা হচ্ছে।
কুমিল্লায় তিন ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনাটির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম নিউজ টোয়েন্টি ফোরের অনলাইন ভার্সনে ২০২১ সালের ২৯ এপ্রিল 'কুমিল্লায় একই পরিবারের তিন সদস্যের ইসলাম গ্রহণ" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউয়িনের মোকাম গ্রামের একই পরিবারের তিনজন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার কুমিল্লার নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। তাদের পূর্ব নাম ছিল বাদল চন্দ্রশীল, তার স্ত্রী শীপ্রা রানী শীল ও ছেলে অর্ক চন্দ্র শীল। বর্তমানে তাদের নাম রাখা হয়েছে মো. আল আমিন, জান্নাতুল ফেরদৌস ও মেহেদী হাসান।" স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে বার্তা সংস্থা ইউএনবির ওয়েবসাইটে ২০২১ সালের ২৯ এপ্রিল "কুমিল্লায় একই পরিবারের ৩ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও একই তথ্য খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এর সূত্র ধরে আরো সার্চ করে অনলাইন পোর্টাল প্রতিদিনের সংবাদে ২০২১ সালের ২৯ এপ্রিল "হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হলেন একই পরিবারের ৩ জন" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবির ব্যক্তিদের একই পোশাকসহ তোলা আরেকটি ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, কুমিল্লার স্থানীয় পত্রিকা ডেইলি কুমিল্লা নিউজেও একই তথ্য ও ছবি খুঁজে পাওয়া গেছে।
অর্থাৎ আলোচ্য ছবির ব্যক্তিদের ইসলাম ধর্ম গ্রহণের খবরটি পুরোনো। ২০২১ সালে এক ব্যক্তির সপরিবারে ইসলাম গ্রহণের সংবাদ নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে।
সুতরাং প্রায় ৪ বছর আগে এক ব্যক্তির সপরিবারে ইসলাম গ্রহণের খবর নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।