'তিন সন্তান সরকারি কর্মকর্তা কিন্তু মা ভিক্ষা করেন' খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, খবরটি ২০১৭ সালে মূলধারার একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, নতুন করে এর প্রচার বিভ্রান্তিকর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি কিছু অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে বলা হচ্ছে, তিন সন্তান সরকারি কর্মকর্তা কিন্তু মা জীবিকার জন্য ভিক্ষা করেন। ফেসবুকের একাধিক পেজ, আইডি ও গ্রুপে পোস্ট করা খবরটির সাথে কৃশকায় অসুস্থ এক বৃদ্ধার ছবি যুক্ত করা আছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
গত ২৪ জুলাই 'চলতি সংবাদ' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি অনলাইন পোর্টালের খবরের লিংক শেয়ার করে বলা হয়, 'তিন সন্তান সরকারী কর্মকর্তা কিন্তু বৃদ্ধ 'মা' ভিক্ষা করা ভাত খাই!'। হুবহু একই রকম শিরোনামে প্রকাশিত খবরটির ডেটলাইনে প্রকাশের সময় লেখা '4 days ago'। অর্থাৎ ফেসবুক পোস্ট ও খবরটি প্রকাশের সময় দেখে মনে হচ্ছে এটি সাম্প্রতিক ঘটনা। ফেসবুক পোস্ট ও খবরটির ডেটলাইনের স্ক্রিনশট দেখুন পাশাপাশি--
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে এবং আলোচ্য খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি প্রায় চার বছর পুরোনো।
রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে ২০১৭ সালে মূলধারার একাধিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। তন্মধ্যে সময় টিভির অনলাইন ভার্সনে ওই বছরের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত খবরটি হুবহু কপি করে ভাইরাল খবরটি প্রকাশ করা হয়েছে। খবর দুটি পাশাপাশি দেখুন--
সময় টিভির খবরটি দেখুন এখানে।
এছাড়া, একইদিনে দৈনিক ইত্তেফাকেও খবরটি প্রকাশিত হয়েছে। যেখান থেকে ছবিটি নিয়ে একটু পরিবর্তন করে ভাইরাল খবরটির ছবিটি তৈরি করা হয়েছে। দেখুন স্ক্রিনশট--
ইত্তেফাকে প্রকাশিত খবরটি দেখুন এখানে।
অর্থাৎ প্রায় চার বছর আগে ২০১৭ সালের একটি খবরকে ভিন্ন একটি গণমাধ্যম থেকে হুবহু কপি করে সোর্স ছাড়া নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।