তানজানিয়ায় স্ত্রীকে গর্ভবতী করার দায়িত্ব বন্ধুকে দেয়ার খবরটি পুরনো
এ সংক্রান্ত একাধিক খবর আফ্রিকায় ২০১৯ ও বাংলাদেশে ২০২০ সালে প্রকাশিত হয়েছিল; নতুন খবর হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, নিজের স্ত্রীকে গর্ভবতী করার দায়িত্ব বন্ধুকে দিল পুলিশ স্বামী। দেখুন সেই পোস্ট এখানে।
গত ২০ সেপ্টেম্বর 'Bangla News' নামের ফেইসবুক একটি পেজ থেকে একটি খবর শেয়ার করে বলা হয়, 'বন্ধুকে দায়িত্ব দিলেন নিজের স্ত্রীকে গর্ভবতী করার'। হুবহু একই শিরোনামে প্রকাশিত খবরটিতে বলা হয়, তানজানিয়ার পুলিশ সদস্য দারিয়াস মাকামবাকোর নিজের সন্তান না থাকায় সে তার বন্ধু ইভান্স মাস্তানোর দ্বারস্থ হন। কিন্তু চেষ্টার পরেও স্ত্রী সন্তানসম্ভবা না হওয়ায় বন্ধুর বিরুদ্ধে মামলা করে দেন মাকামবাকো। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরোনো। খোঁজ করে দেখা গেছে, পুলিশের স্ত্রীকে গর্ভবতী করতে সহকর্মী এক বন্ধুকে দায়িত্ব দেয়ার খবরটি একাধিক গণমাধ্যমে ২০২০ সালে প্রকাশিত হয়েছিল। ২০২০ সালের জানুয়ারি মাসে '৭৭ বার চেষ্টা করেও গর্ভবতী করতে ব্যর্থ স্বামীর বন্ধু, অতঃপর...' শিরোনামে একটি খবর প্রকাশিত হয় দৈনিক মানবকন্ঠের অনলাইন ভার্সনে। দেখুন--
খবরটি থেকে আরো জানা যায়, এই কাজের জন্য নিজের বন্ধুকে অর্থও দেন সেই পুলিশ সদস্য।
এছাড়া ২০২০ সালের ৩ জানুয়ারি বিডি জার্নাল নামের একটি অনলাইন পোর্টালেও খবরটি প্রকাশিত হয়েছিল। দেখুন এখানে।
তবে আফ্রিকার স্থানীয় পত্রিকাতে খবরটি আরো আগে অর্থাৎ ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল। ২০১৯ সালের ৩ মে 'Policeman Who Was Hired By His Friend To Impregnate His Wife, Dragged To Court For Failing After 77 Trials' শিরোনামের খবরটি প্রকাশিত হয় নাইজেরিয়ার নিউজ পোর্টাল kanyidaily.com এ। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
২০১৯ সালে প্রকাশিত আরেকটি আফ্রিকার সংবাদমাধ্যমের খবরের লিংক এখানে।
অর্থাৎ ২০১৯ সালে নিজের স্ত্রীকে গর্ভবতী করতে বন্ধুকে দায়িত্ব দিয়ে পরে মামলা দেয়ার পুরনো খবর নতুন করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।