মৌসুমীর সাথে অভিনয়ের সুযোগ সংক্রান্ত খবরটি ৬ বছর আগের
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৫ সালে 'রাত্রির যাত্রী' সিনেমার শুটিং নিয়ে খবরটি প্রকাশিত হয় এবং সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবরে দাবি করা হচ্ছে, নায়িকা মৌসুমীর সাথে পাওয়া যাবে অভিনয়ের সুযোগ। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১৭ জানুয়ারি 'Bangla Viral News' নামের গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করে বলা হয়, 'মৌসুমীর সাথে অভিনয়ের সুযোগ পাবেন আপনিও'। একই শিরোনামে গত ১৬ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, 'রাত্রির যাত্রি' সিনেমার শুটিং চলাকালে বিএফডিসিতে এলে যে কেউ শুটিংয়ে অংশ নিতে পারবেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট–
খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, নায়িকা মৌসুমীর সাথে সিনেমার শুটিং এ অংশ নেয়ার খবরটি পুরোনো। একাধিক অনলাইন পোর্টালে এ খবরটি ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল। ২০১৫ সালের ৯ নভেম্বর 'মৌসুমীর সঙ্গে মর্নিং ওয়াকের সুযোগ' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল রাইজিংবিডি ডটকম নামক একটি অনলাইনে। দেখুন--
এ খবরটিতে 'রাত্রির যাত্রী' সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের বরাতে বলা হয়, 'আগামী ১১-১২ নভেম্বর বিএফডিসিতে সারারাত-দিন শুটিং করব। সিনেমার দৃশ্যে মনিং ওয়াকের দৃশ্য রয়েছে। এজন্য যারা নিয়মিত মর্নিং ওয়াক করেন তাদের নিয়ে এ দৃশ্যের শুট করব। দৃশ্যে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে তারা মর্নিং ওয়াকের সুযোগ পাবেন। আগ্রহী সবাইকে আমার এ সিনেমায় কাজ করার সুযোগ দিব।'
একই খবর ২০১৫ সালে আরেকটি অনলাইন পোর্টালেও প্রকাশিত হয়েছিল। দেখুন এখানে। সেখানে বলা হয়, রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজ্যুয়াল আর্টস।
পরবর্তীতে ২০১৯ সালে নভেম্বর মাসে সিনেমাটি মুক্তি সংক্রান্ত একাধিক খবর প্রকাশিত হয়েছিল। দেখুন--
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি 'রাত্রির যাত্রী' সিনেমাটি মুক্তি পায়। ডেইলি বাংলাদেশ অনলাইনের প্রতিবেদনটি পড়ুন এখানে।
অর্থাৎ এরইমধ্যে সিনেমাটি মুক্তিও পেয়ে গেলে প্রায় তিন বছর আগে। সুতরাং প্রায় ছয় বছর আগের পুরোনো খবরকে নতুন দিন তারিখ দিয়ে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।