মিডিয়ায় ফেরার সম্ভাবনা নেই, অভিনেত্রী সুজানার এ বক্তব্যটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, গত জানুয়ারি মাসে প্রকাশিত সময় টিভির একটি খবরকে নতুন খবর হিসেবে প্রচার করছে একাধিক অনলাইন পোর্টাল।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালের খবরের লিংক পোস্ট করা হয়েছে, যেখানে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পর্দা করছি তাই মিডিয়ায় ফেরার সম্ভাবনা নেই। দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ জুন 'Dhaka Portal' নামের একটি ফেসবুক পেজে অভিনেত্রী সুজানাকে নিয়ে একটি খবরের লিংক পোস্ট করা হয়, যার শিরোনাম, 'পর্দা করছি, মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই: সুজানা'। খবরটির লিংকে গিয়ে এর ডেটলাইনে প্রকাশের সময় দেখা যাচ্ছে গত ২৮ জুন। মনে হচ্ছে সুজানা সম্প্রতি এই বক্তব্য দিয়েছেন যা ২৮ জুন প্রকাশিত হয়েছে। দেখুন সেই পোস্টটির স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অভিনেত্রী সুজানার মিডিয়ায় না ফেরার সম্ভাবনা সংক্রান্ত বক্তব্যটি পুরোনো। গুগল সার্চ করে দেখা গেছে, একই শিরোনামের খবরটি সময় টিভি অনলাইনে প্রকাশিত হয়েছিল চলতি বছরের ৩১ জানুয়ারি। সময় টিভির খবরটি শিরোনামসহ হুবহু কপি করে নতুন করে প্রকাশ করেছে, অনলাইন পোর্টালটি। দেখুন সময় টিভির সেই প্রতিবেদনের স্ক্রিনশট--
সময় টিভির সেই প্রতিবেদনে অভিনেত্রী সুজানার বরাত দিয়ে বলা হয়, তিনি মিডিয়া ছেড়েছেন এবং ফেরার আর কোনো সম্ভাবনা নেই। একই খবর সময় টিভির ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়। দেখুন সেই ভিডিও--
অর্থাৎ জানুয়ারি মাসে সময় টিভিতে প্রকাশিত অভিনেত্রী সুজানার মিডিয়ায় আর না ফেরার সম্ভাবনা সংক্রান্ত পুরনো বক্তব্যকে নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।