ব্রাজিলে প্রতিদিন গড়ে ছয় জন ইসলাম গ্রহণের খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ব্রাজিলে প্রতিদিন গড়ে ছয় জনের ইসলাম গ্রহণের খবরটি গণমাধ্যমে ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, 'ব্রাজিলে প্রতিদিন গড়ে ৬ জনের ইসলাম গ্রহণ'। এরকম দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ৩ সেপ্টেম্বর 'Selfie World' নামের একটি ফেসবুক গ্রুপে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম, 'ব্রাজিলে প্রতিদিন গড়ে ৬ জনের ইসলাম গ্রহণ'। ২০২১ সালের জুন মাসে প্রকাশিত এই খবরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে বলা হয়, ব্রাজিলে ইসলাম গ্রহণের হার বেড়েই চলেছে। খবরমতে, বর্তমানে ব্রাজিলে মুসলমানের সংখ্যা প্রায় ১৭ লাখ এবং গড়ে প্রতিদিন ৬ জন ইসলাম গ্রহণ করছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ব্রাজিলে গড়ে ৬ জনের ইসলাম গ্রহণের খবরটি পুরোনো। কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল। ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর 'প্রতিদিন গড়ে ৬ জন ইসলাম গ্রহণ করছেন ব্রাজিলে!' শিরোনামে একটি খবর প্রকাশ করে অনলাইন গণমাধ্যম জাগো নিউজ। দেখুন--
এই খবরটির বিস্তারিত অংশে আরেকটি প্রতিবেদনের বরাতে বলা হয়, বর্তমানে ব্রাজিলের সাওপাওলো শহরে প্রতি মাসে গড়ে ছয় জন ইসলাম ধর্ম গ্রহণ করছেন।
এছাড়া একইদিনে অর্থাৎ ২০১৯ সালে এই খবরটি দৈনিক ইনকিলাব এও প্রকাশিত হয়েছিল। দেখুন--
খবরটি দেখুন এখানে।
সুতরাং ২০১৯ সালের ব্রাজিলের একটি পুরনো খবর নতুন করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যা বিভ্রান্তিকর।