শিরোনামটি বিভ্রান্তিকর, খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, নায়ক শাকিব খানকে নিয়ে ২০১৯ সালের একটি খবরকে বানোয়াট শিরোনামে নতুন করে প্রকাশ করা হচ্ছে।
বেশ কিছু দিন ধরে চিত্রনায়িকা অপুর বাসায় থাকছে নায়ক শাকিব খান, এমন একটি খবর সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন অখ্যাত অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে প্রচার করা হচ্ছে। দেখুন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১০ আগস্ট 'অপু বাংলা মিডিয়া' নামের একটি ফেসবুক পেজে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম, "আবারো বেশ কিছুদিন ধরে নায়িকা অপুর বাসায় থাকছেন নায়ক শাকিব খান"। ডেটলাইন অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে প্রকাশিত খবরটিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর নায়ক শাকিব খান এবং অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খানের চতুর্থ জন্মদিন উপলক্ষে অপুর বাসায় যান শাকিব। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
দেখুন খবরটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি বিভ্রান্তিকর। ছেলের চতুর্থ জন্মদিনে অপুর বাসায় শাকিব খানের যাওয়ার খবরটি ২০১৯ সালে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আলোচ্য খবরটি হুবহু কপি করা হয়েছে দৈনিক যুগান্তরে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বরে প্রকাশিত খবর থেকে। 'ছেলের জন্মদিনে অপুর বাসায় শাকিব' শিরোনামের খবরটিতে বলা হয়, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর একমাত্র ছেলে আব্রাহাম খানের চতুর্থ জন্মদিন উপলক্ষে সাবেক স্ত্রী অপু বিশ্বাসের বাসায় যান নায়ক শাকিব খান। তবে সেদিনই আরেকটি সিনেমার শুটিং থাকায় বেশ কিছুক্ষণ ছেলেকে সময় দিয়ে ওই বাসা থেকে বিদায় নেন। দেখুন স্ক্রিনশট--
এছাড়া আলোচ্য খবরটির শিরোনামে শাকিব খান অপু বিশ্বাসের বাসায় থাকছে বলে দাবি করা হলেও মূল খবরে দেখা যাচ্ছে, মূলত অল্প সময়ের জন্যে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাকিব। অধিকন্তু আলোচ্য খবরে বেশ কিছুদিন ধরে অপুর বাসায় শাকিব খান থাকা সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ নেই।
২০১৯ সালে বাংলা নিউজ টোয়েন্টি ফোরেও খবরটি প্রকাশিত হয়। দেখুন এখানে।
উল্লেখ্য গণমাধ্যমের খবর অনুযায়ী ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি ঢালিউড তারকা শাকিব-অপুর মধ্যকার বহুল আলোচিত বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে।
অর্থাৎ ২০১৯ সালের একটি পুরনো খবর বিভ্রান্তিকর শিরোনামে নতুন করে প্রকাশ করা হচ্ছে।