নায়িকা শাবনূরকে এক নজর দেখার জন্যে ভিড় করার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ১৮ সালের মার্চে শাবনূর আশুলিয়ায় একটি ফ্যাশন হাউজের উদ্বোধন করতে গেলে উৎসুক জনতার ঢল নামে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে দাবি করা হয়, চিত্রনায়িকা শাবনূরকে দেখার জন্য হাজারও মানুষের ভিড় জমেছে ঢাকার আশুলিয়ায়। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১৮ নভেম্বর 'News Media' নামের ফেসবুক পেজ থেকে একটি খবর শেয়ার করা হয় যার শিরোনাম ছিল, 'শাবনূরকে এক নজর দেখার জন্য হাজারো মানুষের ভীড়'। গত ৮ অক্টোবর প্রকাশিত সেই খবরে বলা হয়, চিত্রনায়িকা শাবনূর অভিনেত্রী অমৃতা খানের একটি ফ্যাশন হাউজের উদ্বোধন করতে শুক্রবার দুপুরে গিয়েছিলেন আশুলিয়ার টঙ্গিবাড়ীতে। সেখানে রাস্তার ধারে উৎসুক জনতার ভিড় জমে যায়। অর্থাৎ খবরটি পড়ে মনে হচ্ছে, এই ঘটনাটি সাম্প্রতিক সময়ের। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ ভার্সন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, নায়িকা শাবনূরকে দেখতে আশুলিয়ায় উৎসুক জনতার ভিড়ের এই খবরটি পুরোনো। ২০১৮ সালে এই খবরটি একই ছবিসহ একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। জাগোনিউজ২৪ এ 'শাবনূরের জন্য জনতার ঢল!' শিরোনামে একটি খবর প্রকাশিত হয় ২০১৮ সালের ২৪ মার্চ। খবরটিতে বলা হয়, 'শুক্রবার আশুলিয়া টঙ্গিবাড়ী এলাকায় এই সময়ের আরেক নায়িকা অমৃতা খানের ফ্যাশন হাউজ উদ্ধোধন করতে গিয়েছিলেন শাবনূর। ওইদিন এক ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে শাবনূরকে। তার আসার খবর শুনে সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে।' দেখুন খবরটি--
আরো বলা হয়, অমৃতা খান এই দৃশ্য তার সেলফিতে বন্দি করে ফেসবুকেও পোস্ট করেন সে সময়ে।
একই দিনে এই খবর প্রকাশিত হয় একুশে টিভির অনলাইনে। 'নায়িকার জন্য হাজারো জনতার অপেক্ষা' শিরোনামের সেই খবরে শাবনূরের বরাতে বলা হয়, 'দেশের মানুষ ভালোবেসে আমাকে শাবনূর বানিয়েছেন। এই ভালোবাসা সব সময় অনুভব করি। গতকাল আরও ভালোভাবে অনুভব করেছি। আমার যাওয়ার খবরে এত মানুষ জমা হবে, ভাবতে পারিনি। দেখুন--
সেই খবরে ভাইরাল খবরের ছবিটিও প্রকাশিত হতে দেখা গেছে।
অর্থাৎ ২০১৮ সালে চিত্রনায়িকা শাবনূরের ফ্যাশন হাউজ উদ্বোধন সংক্রান্ত পুরোনো খবর নতুন দিন তারিখ দিয়ে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।