সালমান খানের ভারত ছাড়ার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৮ সালে সালমান খান তাঁর 'ভারত' সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে পরিবারের একাধিক সদস্যসহ মাল্টা যান।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি সাম্প্রতিক খবরে দাবি করা হচ্ছে, ভারত ছাড়ছেন বলিউডের নায়ক সালমান খান। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২ নভেম্বর 'Media Point' নামের একটি ফেসবুক পেজে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম, 'ভারত ছাড়লেন সালমান খান'। গত ২ নভেম্বর প্রকাশিত সেই খবরে বলা হয়, ভারত ছেড়ে মাল্টায় পাড়ি জমালেন বলিউড অভিনেতা সালমান খান। মা সালমা খানকে সঙ্গে নিয়ে দেশ ছাড়ছেন তিনি। এছাড়া খবরটির সাথে একটি ছবিও যুক্ত করা হয়েছে যেখানে সালমানসহ তার পরিবারের কিছু সদস্যকে দেখা যাচ্ছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট–
খবরটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিসহ সালমানের মাল্টায় যাওয়ার খবরটি পুরোনো। এ খবরটি ভারত ও বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' এ খবরটি ২০১৮ সালের ১৩ আগস্ট একই ছবিসহ প্রকাশিত হয়েছিল। 'Here's what Bharat actor Salman Khan is up to in Malta' শিরোনামের খবরটিতে আরো বলা হয়, মূলত 'ভারত' নামের সিনেমার শুটিংয়ের জন্য ইউরোপের মাল্টা যান সালমান খান। তবে তিনি তার মা সহ পরিবারের একাধিক সদস্যকে সাথে নিয়ে যান। দেখুন খবরটির স্ক্রিনশট--
খবরটি পড়ুন এখানে।
এছাড়া একই খবর হিন্দুস্তান টাইমসেও প্রকাশিত হয়েছিল। পড়ুন এখানে।
বাংলাদেশেও ২০১৮ সালে খবরটি একাধিক অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছিল। দেখুন–
খবরটি পড়ুন এখানে। আরো একটি খবর দেখুন এখানে।
অর্থাৎ ২০১৮ সালে সালমান খানের মাল্টা সফরের পুরোনো খবরকে নতুন দিন তারিখ দিয়ে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।