সানাইকে ইদে শাড়ি উপহার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, মডেল সানাই মাহবুবকে শ্বাশুড়ির দেয়া শাড়ি উপহারের খবরটি ২০১৯ সালে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকে অনলাইন পোর্টালের একটি খবরের লিংক শেয়ার করা হচ্ছে যেখানে বলা হয়, আলোচিত মডেল সানাই মাহবুবকে শাড়ি উপহার দিয়েছেন তার শ্বাশুড়ি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ আগস্ট 'ভালোবাসার ডাকপিয়ন' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম, 'হবু শাশুড়ি দারুণ একটা শাড়ি দিয়েছেন: সানাই'। খবরটিতে বলা হয়, ইদে হবু শ্বাশুড়ির কাছ থেকে শাড়ি উপহার পেয়েছেন সানাই। ইদ উপহার দিয়েছেন তাঁর হবু স্বামীও। বর্তমানে সানাই মাহবুব মালদ্বীপে আছেন, ঈদ উদযাপন করে ঢাকায় ফিরবেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সানাই মাহবুবের শাড়ি উপহার পাওয়ার খবরটি পুরোনো। ২০১৯ সালে গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ-এ ২০১৯ সালের ৪ জুন একই শিরোনামে খবরটি প্রকাশিত হয়। দেখুন খবরটির স্ক্রিনশট--
পুরো খবরটি দেখুন এখানে।
মূলত জাগো নিউজের খবরটির শিরোনামসহ বেশ কিছু অংশ কপি করে নতুন করে প্রকাশ করেছে আলোচ্য অনলাইন পোর্টালটি।
তৎকালে অর্থাৎ ২০১৯ সালে উপহার পাওয়া শাড়ির ছবিও পোস্ট করেছিলেন সানাই যা দৈনিক দেশ রুপান্তর পত্রিকার অনলাইন ভার্সনে ৩ জুন প্রকাশিত হয়েছিল। ''১০ মন ওজনের' শাড়ি পরে বিপাকে সানাই' শিরোনামের প্রকাশিত খবরটির স্ক্রিনশট দেখুন--
তবে দেশ রুপান্তরের খবরটিতে বলা হয়, "সানাই কিছুদিন আগে জানিয়েছিলেন সাবেক এক মন্ত্রীকে বিয়ে করেছেন তিনি। এবার ঈদে শ্বশুর বাড়ি থেকে উপহারও পেয়েছেন।"
অর্থাৎ ২০১৯ সালে শ্বাশুড়ির পক্ষ থেকে শাড়ি উপহার পাওয়ার পুরোনো খবরকে নতুন খবর হিসেবে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।