সাংসদ নিক্সনের স্ত্রীর মৃত্যুর খবরটি পুরনো
একাধিক ফেসবুক পেইজ ও প্রোফাইল থেকে সাংসদ নিক্সনের স্ত্রীর মৃত্যুর পুরানো খবর ছড়ানো হচ্ছে ।
ফেসবুকে একাধিক পোস্টে একটি খবর ছড়ানো হচ্ছে যে সাংসদ নিক্সন চৌধুরীর স্ত্রী মারা গেছে। দেখুন এখানে, এখানে এবং এখানে।
Mohammad Kisur Mahmud নামক আইডি থেকে একটি পোস্ট করা হয় যেখানে দাবি করা হয়, সাংসদ নিক্সন চৌধুরীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, সাংসদ নিক্সন চৌধুরীর স্ত্রীর মৃত্যুর খবরটি পুরানো। মূলধারার খবরমাধ্যম অনুযায়ী, ২০১৪ সালে সাংসদ নিক্সনের স্ত্রী (প্রথম) মুনতারিন চৌধুরী মারা যান। পরবর্তীতে ২০১৬ সালে তিনি পুনরায় বিবাহ করলেও তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর কোনো খবর খবরমাধ্যমগুলোতে আসেনি। মূলত আওয়ার ইসলাম ২৪ নামের একটি অনলাইনে আজ(১ ডিসেম্বর) নিক্সনের স্ত্রীর মৃত্যুর একটি খবর প্রকাশিত হলেও পরবর্তীতে খবরটি সরিয়ে দুঃখ প্রকাশ করে তারা।
অর্থাৎ সম্প্রতি ছড়ানো সাংসদ নিক্সনের স্ত্রীর মৃত্যুর খবরটি ভুয়া এবং ভিত্তিহীন।