মধ্যপ্রদেশের ১ বছর পুরানো বিজ্ঞপ্তির খবর নতুন করে প্রকাশ
ভারতের মধ্যপ্রদেশের বিধবা নারীদের বিবাহ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশ করেছে একাধিক অনলাইন নিউজ পোর্টাল।
বিধবাকে বিয়ে করলেই সরকার থেকে ২ লাখ টাকা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তির একটি খবর একাধিক ফেসবুক পেইজ ও প্রোফাইলে দেখা যাচ্ছে। দেখুন এখানে, এখানে এবং এখানে।
Mairala Group নামের গ্রুপে Md Arif নামের ফেসবুক আইডি থেকে একটি খবর শেয়ার করা হয় যার শিরোনাম, "বিধবাকে বিয়ে করলেই সরকার থেকে পাবে ২ লাখ টাকা"। দেখুন ফেসবুক পোস্টটির স্ক্রিনশট--
শেয়ারকৃত খবরটিতে ক্লিক করলে দেখা যায়, খবরটি মূলত ভারতের। গত ১৪ ডিসেম্বরে প্রকাশিত এই খবরে বলা হয়, "বিধবা নারীকে বিয়ে করলেই পাবেন নগদ দুই লাখ টাকা। ভারতের মধ্যপ্রদেশের সমাজ ক'ল্যাণ দফতরের মস্তিষ্কপ্রসূত এই নতুন উদ্যো'গে ৪৫ বছরের নিচে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ টাকা দেওয়ার বিজ্ঞ'প্তি জা'রি হয়েছে।"
দেখুন খবরটির আর্কাইভ লিংক এবং স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ খবরটির ব্যাপারে অনুসন্ধান করে দেখেছে, গত ১৪ ডিসেম্বরে প্রকাশিত এই খবরটি পুরানো সংবাদের উপর ভিত্তি করে তৈরি করা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া গেছে, সময় নিউজের অনলাইনে যা প্রকাশিত হয়েছে ২০১৯ সালের নভেম্বর মাসে। দেখুন সময় টিভির খবরটির স্ক্রিনশট--
"বিয়ে করলেই প্রত্যেককে ২ লাখ টাকা পুরস্কার!" শিরোনামের খবরটিতে বলা হয়, "বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ভারতের মধ্যপ্রদেশের বর্তমান সরকার। এজন্য বিধবা নারীকে বিয়ে করলে নগদ ২ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে"।
অর্থাৎ ২০১৯ সালের ভারতের একটি খবরকে ২০২০ সালে নতুন করে বিভ্রান্তিকরভাবে প্রকাশ করা হচ্ছে।