লাক্স তারকার বিসিএস ক্যাডার হওয়ার পুরোনো খবর 'সাম্প্রতিক' বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালে গণমাধ্যমে লাক্স তারকা তানজিমা সোহানিয়ার বিসিএস ক্যাডার হওয়ার খবরটি প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি লাক্স সুন্দরী থেকে বিসিএস ক্যাডার হলেন এক নারী। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২ নভেম্বর 'Bangla News' নামের ফেসবুক পেজ থেকে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম, 'এখন বিসিএস ক্যাডার ২০১০ সালের লাক্স সুন্দরী'। খবরটির বিস্তারিত অংশে দেখা যায়, গত ২ নভেম্বর ২০২১ এ প্রকাশিত এই খবরে বলা হয়, "সম্প্রতি লাক্স তারকা তানজিমা সোহানিয়া বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছেন। সোহানিয়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। ইতোমধ্যে যোগ দিয়েছেন বলেও জানা গেছে।" অর্থাৎ দাবি করা হচ্ছে, লাক্স তারকা তানজিমা সোহানিয়ার বিসিএস ক্যাডার হিসেবে যোগদানের খবরটি সাম্প্রতিক। পোস্টের স্ক্রিনশট দেখুন--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট--
আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, লাক্স তারকা তানজিমা সোহানিয়ার বিসিএস ক্যাডার হওয়ার খবরটি পুরোনো। ২০১৯ সালে এই খবরটি একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ২০১৯ সালের ৩০ এপ্রিল 'লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার' শিরোনামে খবর প্রকাশ করেছিল দৈনিক কালের কন্ঠ। খবরটিতে বলা হয়, সম্প্রতি লাক্স তারকা তানজিমা বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছেন। সোহানিয়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। ইতোমধ্যে যোগ দিয়েছেন বলেও জানা গেছে। দেখুন--
মূলত দৈনিক কালের কন্ঠের ২০১৯ সালের এপ্রিল মাসে প্রকাশিত এই খবরটি ২০২১ সালের নভেম্বর মাসে হুবহু প্রকাশ করে দাবি করা হচ্ছে, সম্প্রতি সেই লাক্স তারকা বিসিএস ক্যাডার হয়েছেন।
এছাড়া ভারতের 'এই সময়' পত্রিকাতেও এই খবরটি ২০১৯ সালের ২৯ এপ্রিল প্রকাশিত হয়। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
মূলত ২০১৮ সালের জুন মাসে ৩৭ তম বিসিএসের ফল প্রকাশিত হয় এবং সেটির গেজেট প্রকাশিত হয় পরের বছরের (২০১৯) এর মার্চ মাসে। দেখুন এ সংক্রান্ত যুগান্তরের একটি প্রতিবেদন এখানে।
অর্থাৎ ২০১৯ সালে লাক্স তারকার বিসিএস ক্যাডার হিসেবে যোগদানের পুরোনো খবরকে হুবহু কপি করে সাম্প্রতিক খবর হিসেবে প্রকাশ করা হচ্ছে যা বিভ্রান্তিকর।