ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্চিত ঘোষণা করার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৮ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অবাঞ্চিত ঘোষণা করেছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, সকল বাস টার্মিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ৩০ নভেম্বর 'আমাদের বাংলাদেশ' নামের ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম, 'সকল বাস টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা'। টাইমলাইনে গত ৩০ নভেম্বর প্রকাশিত সেই খবরে বলা হয়, চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে দেশের সকল টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ রোববার ফুলবাড়িয়া বাস টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় একাধিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে এই খবরটি প্রকাশিত হয়েছে। এছাড়া পোস্টের সাথে ইলিয়াস কাঞ্চনের একটি ছবিও প্রকাশিত হয় যেখানে তাঁকে কাঁদতে দেখা যাচ্ছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত করার ঘোষণাটি পুরোনো। ২০১৮ সালে একাধিক সংবাদমাধ্যমে সেই খবরটি প্রকাশিত হয়েছিল। ২০১৮ সালের ৮ অক্টোবর একুশে টিভি অনলাইনে 'সকল টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল। খবরটিতে বলা হয়, 'বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে দেশের সব টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করেছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবি মেনে নিতে সরকারকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা।' দেখুন--
দৈনিক মানবজমিনেও একই খবর প্রকাশিত হয় আগের দিন অর্থাৎ ৭ অক্টোবর ২০১৮। 'সব টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা' শিরোনামের খবরটি দেখুন এখানে-
খবরটিতে আরো বলা হয়, "আজ রবিবার রাজধানীর ফুলবাড়িয়া টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশ থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন।"
খবরটি পড়ুন এখানে।
এছাড়া সম্প্রতি শেয়ারকৃত খবরটির সাথে যুক্ত ছবিটিও পুরোনো। ২০১৮ সালের ৬ আগস্ট দৈনিক কালের কন্ঠ অনলাইনে সেই ছবিটি পাওয়া গেছে। দেখুন--
পুরো প্রতিবেদনটি দেখুন এখানে।
অর্থাৎ ২০১৮ সালের পুরোনো খবর সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে প্রচার করা বিভ্রান্তিকর।