নায়ক রুবেলের ছেলের বিয়ে সংক্রান্ত খবরটি ২০১৯ সালের
বুম বাংলাদেশ দেখেছে, গণমাধ্যমে নায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজের বিয়ের খবর প্রকাশিত হয়েছিল ২০১৯ সালে।
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি নায়ক রুবেলের ছেলের বিয়ের খবর প্রকাশ করা হচ্ছে। দেখুন পোস্টটি এখানে।
গত ২৭ জুলাই 'Bengali Time' নামের ফেসবুক পেইজ থেকে একটি খবরের লিংক শেয়ার করা হয়ছে যার শিরোনাম ছিল, "ছেলের বিয়েতে চিত্রনায়ক রুবেলের উদ্দাম নাচ"। খবরটির বিস্তারিত অংশে বলা হয়, সম্প্রতি নায়ক রুবেল তাঁর নিজের ছেলের নিলয় পারভেজের বিয়ের ভিডিও প্রকাশ করেছে এক ফেসবুকে পোস্টে। আরো বলা হয়, সম্প্রতি ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে রুবেলের ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে। এছাড়া খবরটির আর্কাইভ ভার্সন আছে এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, নায়ক রুবেলের ছেলের বিয়ের খবরটি পুরনো। প্রথমত, গুগল সার্চ করে দেখা গেছে, আলোচ্য খবরটিতে ২০১৯ সালে দৈনিক কালের কন্ঠে প্রকাশিত খবরের একটি অংশ হুবহু তুলে দেয়া হয়েছে। 'বিয়ে করলেন নায়ক রুবেলের ছেলে নিলয়, পাত্রী মরক্কোর' শিরোনামের সেই খবরটির একটি অংশে বলা হয়, "নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাণ খুলে নেচে চলেছেন তিনি। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেক জন। ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন 'নিলয়ের বিয়েতে মাস্তি" যা ভাইরাল হওয়া খবরটির হুবহু মিলে যায়। দেখুন কালের কন্ঠের প্রতিবেদনটি এখানে--
অর্থাৎ নায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজের বিয়ের এই খবরটি ২০১৯ সালের। এবং সে খবরমতে, তখনই ছেলের বিয়ের ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছিলেন নায়ক রুবেল। যদিও সেই বিয়ের ভিডিওটি রুবেলের ফেসবুক আইডিতে খুঁজে পায়নি বুম বাংলাদেশ। তবে বিয়ের আরেকটি ভিডিও পাওয়া গেছে ইউটউবে যা আপলোড করা হয় ২০১৯ সালে। দেখুন-
একইসময়ে অর্থাৎ ২০১৯ সালেও খবরটি দৈনিক মানবজমিনেও প্রকাশিত হয়েছিল। 'নায়ক রুবেলের ছেলে নিলয় বিয়ে করলেন মরক্কোর পাত্রীকে' শিরোনামের খবরটি প্রকাশিত হয় ২০১৯ সালের ১২ এপ্রিল। দেখুন-
অর্থাৎ নায়ক রুবেলের ছেলের বিয়ের পুরনো খবর নতুন খবর হিসেবে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।