নায়ক বাপ্পীর শুটিংয়ে আহত হওয়ার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালে 'ডেঞ্জার জোন' সিনেমার শুটিংয়ে নায়ক বাপ্পী আহত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, সিনেমার শুটিংয়ে মারাত্মক আহত হয়েছেন নায়ক বাপ্পী। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২৩ জানুয়ারি 'Bangla News' নামের পেজ থেকে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'শুটিংয়ে মারাত্মক আহত বাপ্পী'। খবরটির বিস্তারিত অংশে বলা হয়, গাজীপুর জাতীয় উদ্যানে চলা ভৌতিক চলচ্চিত্র 'ডেঞ্জার জোন'-এর শুটিংয়ের একটি ঝুঁকিপূর্ণ শট নিতে গিয়ে অজ্ঞান হয়ে যান নায়ক বাপ্পী। মূলত ক্রেনের হেঁচকা টানে তিনি শূন্য থেকে আছড়ে পড়েন। জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে বাপ্পী বিশ্রামে আছেন। দেখুন পোস্টটি--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সিনেমার শুটিং করতে গিয়ে নায়ক বাপ্পীর আহত হওয়ার খবরটি পুরোনো। ২০১৯ সালে একাধিক গণমাধ্যমে তার আহত হওয়ার খবরটি প্রকাশিত হয়েছিল। দৈনিক যুগান্তর অনলাইনে ২০১৯ সালের ২৪ জুলাই 'শুটিংয়ে মারাত্মক আহত নায়ক বাপ্পি' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল। দেখুন--
খবরটিতে বলা হয়, গাজীপুরের ন্যাশনাল পার্কে গহীন অরণ্যে 'ডেঞ্জার জোন' ছবির ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বিষয়টি সাংবাদিকদের জানান 'ডেঞ্জার জোন' ছবির পরিচালক বেলাল সানি। বুধবার এ ঘটনা ঘটে।
এছাড়া ২০১৯ সালের একইদিনে খবরটি প্রকাশিত হয় একুশে টিভি অনলাইনেও। দেখুন--
সেখানে আরো বলা হয়, সন্ধ্যা নাগাদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফিরে আসবেন এই অভিনেতা। প্রতিবেদনটি পড়ুন এখানে।
পরবর্তীতে জাগোনিউজ২৪ ডটকমের একটি প্রতিবেদনমতে, ২০২১ সালের মার্চ মাসেই সিনেমাটি মুক্তির অনুমতি পায়। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
অর্থাৎ ২০১৯ সালে নায়ক বাপ্পীর সিনেমায় শুটিং করতে আহত হওয়ার খবরকে নতুন দিন তারিখ দিয়ে সাম্প্রতিক খবর হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।