হাতে ভর দিয়ে কিশোরের পবিত্র কাবা তাওয়াফ করার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, কাতারের কিশোর গানিম আল মুফতারকে নিয়ে ২০১৭ সালে এই খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর প্রকাশ করে বলা হচ্ছে, হাতে ভর দিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করল কাতারের এক কিশোর। দেখুন এমন একটি পোস্ট এখানে।
গত ২৫ অক্টোবর 'Somoy News Today' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'দুই পা নেই, হাতে ভর করে পবিত্র কাবা ৭ বার তাওয়াফ কিশোরের'। গত ২৩ অক্টোবর প্রকাশিত এই খবরটির বিস্তারিত অংশে বলা হয়, কাতারের গানিম আল মুফতার নামে প্রতিবন্ধী এক কিশোর হাতে ভর দিয়ে কাবা শরীফ তাওয়াফ করেছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কাতারের কিশোর গানিম আল মুফতারের হাতে ভর দিয়ে কাবা তাওয়াফ করার খবরটি পুরোনো। তাওয়াফের সেই ভিডিওসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরটি ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল। ভিডিওসহ আল জাজিরার আরবি ভার্সনে এই খবরটি প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। দেখুন--
খবরটির গুগলের স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে জানা যায়, গানিম আল মুফতার তার তাওয়াফের খবর নিজের ইন্সটাগ্রাম একাউন্টেও জানিয়েছিলেন। খবরটি পড়ুন এখানে।
এছাড়া খবরটি পাওয়া যায় উর্দু ভাষার সংবাদমাধ্যম 'আবতাক' এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে। 'Handicap Qatari Guy's Unique Achievement' শিরোনামে ভিডিওটি আপলোড করা হয় ২০১৭ সালের ২২ জানুয়ারি। দেখুন ভিডিওটি এখানে--
এছাড়া গানিম আল মুফতারের ভেরিফায়েড ইন্সটাগ্রামেও তার হাতে ভর দিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফের ভিডিওটি পাওয়া গেছে যেটি পোস্ট করা হয় ২০১৭ সালে। দেখুন--
অর্থাৎ কাতারের কিশোরের হাতে ভর দিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফের পুরোনো খবর নতুন করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।