গ্যারি মিলারের ইসলাম গ্রহণের খবরটি পুরনো
বুম বাংলাদেশ দেখেছে, খবরটি ২০১৮ সালে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল; নতুন খবর হিসেবে এর প্রচার বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, পবিত্র কোরআন শরীফকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে নিজেই ইসলাম গ্রহণ করলেন কানাডার অধ্যাপক মিলার। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২৬ আগস্ট 'রোমানিয়া, ক্রোয়েশিয়া, ইউক্রেন,সার্বিয়া & বুলগেরিয়ার কল্যাণ সমিতি।' নামের একটি ফেসবুক গ্রুপে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম, 'কুরআনকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে নিজেই ইসলাম গ্রহণ করলেন কানাডার অধ্যাপক মিলার'। খবরটিতে বলা হয়, অধ্যাপক ড. গ্যারি মিলার নামের একজন খ্রিস্টধর্ম প্রচারক ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম আবদুল আহাদ উমার। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অধ্যাপক মিলারের ইসলাম গ্রহণের খবরটি পুরনো। ২০১৮ সালে অধ্যাপক মিলারের ইসলাম গ্রহণ সংক্রান্ত খবর বাংলাদেশের মূলধারার একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়। ২০১৮ সালের ২৬ মার্চ দৈনিক যুগান্তরে 'কুরআনে ভুল খুঁজতে গিয়ে নিজেই মুসলমান হলেন খ্রিস্টান গবেষক' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। দেখুন খবরটির স্ক্রিনশট--
যুগান্তরের খবরটিতে আরো বলা হয়, গভীরভাবে কুরআন অধ্যয়নই মিলারকে ইসলামের পথে নিয়ে আসে।
২০১৮ সালের ২৮ মার্চ এই খবরটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। 'কুরআনে ভুল খুঁজতে গিয়ে মুসলমান হলেন মিলার' শিরোনামের খবরটি দেখুন এখানে--
অর্থাৎ বর্তমানে সংবাদমূল্যহীন ২০১৮ সালের এমন একটি পুরোনো খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।