৫ বছর আগে ভারতে দূর্ঘটনায় মৃত্যুর খবর বিভ্রান্তিকরভাবে প্রচার
ফেসবুকে একাধিক অনলাইন পোর্টালে ২০১৬ সালের ভারতের রাজকোটের একটি দূর্ঘটনার খবরকে নতুন করে ছড়ানো হচ্ছে।
সামাজিক মাধ্যমে একটি খবরে দাবি করা হচ্ছে, সুন্দরী স্ত্রীর নিচে চাপা পড়ে প্রাণ গেলো স্বামীর। দেখুন এমন কিছু খবরের লিংক এখানে এবং এখানে।
আজ (১৩ ফেব্রুয়ারি) Dhaka News নামের পেইজ থেকে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, সুন্দরী স্ত্রীর নিচে চা'পা পড়ে প্রাণ গেলো স্বামীর। খবরটির বিস্তারিত অংশে বলা হয়, সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে স্বামীর গায়ের ওপর পড়ে যান ১২৮ কেজি ওজনের স্ত্রী''। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলেও, দুজনেরই মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ভারতের রাজকোটে।
স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ খবরটি যাচাই করে দেখেছে, স্বামী-স্ত্রীর এই মৃত্যুর খবরটি পুরানো। ইন্ডিয়া টুডে'র ২০১৬ সালের ৫ জুলাই এর একটি খবরে বলা হয়, দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পা পিছলে নিজের স্বামী নটওয়ারলাল এর গায়ে পড়ে যান ১২৮ কেজি ওজনের মঞ্জুলা বিথালিনী।
Elderly couple dies in Gujarat after 128-kg wife falls on husband শিরোনামের এই খবরটিতে আরো বলা হয়, উপরের তলায় অসুস্থ্য ছেলে আশিষকে দেখতে যাওয়ার সময় তাড়াহুড়োর কারণে এই দূর্ঘটনাটি ঘটে। দেখুন খবরটির একটি স্ক্রিনশট নিচে--
একই তারিখে টাইমস অফ ইন্ডিয়াও এই খবরটি প্রকাশ করে। দেখুন টাইমস অফ ইন্ডিয়ার খবরটির একটি স্ক্রিনশট--
অর্থাৎ ২০১৬ সালের একটি দূর্ঘটনার খবরকে ২০২১ সালে নতুন করে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।