রাজশাহীতে চার্চের ফাদার গ্রেফতার হওয়ার খবরটি পুরোনো
এছাড়া ২০১৫ সালের ভিন্ন একটি খবরের ছবিও উক্ত পোস্টের দাবির সাথে ব্যবহার করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়েছে, রাজশাহীতে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে একজন খ্রিষ্টান ফাদারকে গ্রেফতার করা হয়েছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ মার্চ 🌎এম হাসিবুর রহমান সমর্থক পরিবার🌍 নামক গ্রুপে একটি পোস্টে দাবি করা হয়, রাজশাহীতে গির্জায় আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণ করেছে উক্ত চার্চের ফাদার। এছাড়া দাবির পক্ষে দুটি ছবিও পোস্ট করা হয় সেখানে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বিভিন্ন পোস্টে দাবি করা চার্চের ফাদার গ্রেফতার হওয়ার খবরটি পুরোনো।
একাধিক মূলধারার খবরমাধ্যমের বরাতে জানা যায়, গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাজশাহীর তানোর উপজেলার এক গির্জায় তিন দিন এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের মামলায় ফাদার প্রদীপ গ্রেগরীকে গ্রেপ্তার করা হয়েছিল।
৩০ সেপ্টেম্বর ২০২০ এ প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন নিচে--
একই দিনে প্রকাশিত এ সংক্রান্ত যুগান্তরের একটি প্রতিবেদন দেখুন এই লিঙ্কে।
এছাড়া দাবিটির পক্ষে পোস্টগুলোতে দুটি ছবিও যুক্ত করা হয়েছিল যার প্রথমটির সাথে ধর্ষণের দায়ে ফাদার গ্রেফতার হওয়ার কোনো সম্পর্ক নেই। ছবিটি নেয়া হয়েছে ২০১৫ সালের বিডিনিউজ২৪ এর একটি প্রতিবেদন থেকে। ২৭ আগস্ট ২০১৫ সালে প্রকাশিত সেই প্রতিবেদনটিতে বলা হয়, রাজশাহীর 'সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় এক বৃদ্ধাকে হত্যার মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়। দেখুন সেই প্রতিবেদনের স্ক্রিনশট--
অর্থাৎ ভিন্ন প্রেক্ষাপটের ছবি ব্যবহার করে চার্চ গ্রেফতার করার বছর পুরানো খবর নতুন করে প্রচার করা বিভ্রান্তিকর।