ক্যাপ্টেন মাজেদ সংক্রান্ত পুরনো খবরকে বিভ্রান্তিকরভাবে প্রকাশ
গত এপ্রিলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরর সাথে অপ্রাসঙ্গিক ছবি যুক্ত করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
২১ অক্টোবর একটি অনলাইন পোর্টালের প্রতিবেদনের শিরোনাম ছিলো, "চা'ঞ্চ'ল্যকর আরও জে'সব তথ্য দিলেন মাজেদের স্ত্রী জরিনা বেগম"। এরপর খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। দেখুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
খবরটিতে লেখা হয়েছে, ''প্রায় এক দশক আগে ৮ এপ্রিল ৪০ বছর বয়সী বিধবা জরিনাকে বিয়ে করেছিলেন ৭৩ বছর বয়সী স্বামী আলী আহমেদ। চলতি বছর ছিল তাদের দশম বিবাহবার্ষিকী।
কালের কন্ঠের প্রতিবেদনে সূত্র হিসেবে ভারতের 'দ্যা প্রিন্টের' উল্লেখ করা হয়। Sheikh Mujib's brutal assassin hid in Bengal for 20 years as a teacher, wife had 'no idea' শিরোনামে ইংরেজীতে সেখানে প্রতিবেদনটি পাওয়াও যায়।
কিন্তু কালের কন্ঠ কিংবা দ্যা প্রিন্ট কোথাও ক্যাপ্টেন মাজেদের স্ত্রী বলে উল্লেখিত নারীর ছবি দেয়া হয়নি। অথচ অনলাইন পোর্টালটিতে ক্যাপ্টেন মাজেদের ছবির পাশে এক নারীর ছবি সংযুক্ত করে দেয়া হয়েছে। গুগল রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায় এই নারীর ছবি ২০১৭ সালে প্রথম আলোর একটি ফিচার প্রতিবেদনে দেয়া হয়েছিল। সেখান থেকেই ছবিটি অপ্রাসঙ্গিকভাবে নেওয়া হয়েছে। এছাড়া কয়েক মাস পুরোনো খবরকে 'নতুন খবর' হিসেবে ওয়েবসাইটে প্রকাশ করা বিভ্রান্তিকর। অনেকে খবরটিকে বর্তমানের ঘটনা হিসেবে বিভ্রান্তির মধ্যে পড়ার সুযোগ রয়েছে।